শিরোনাম: |
কুড়িগ্রামের চিলমারীতে সদ্য নির্মিত একটি সড়ক ভেঙে ৪০০ সিএফটি পাথরবোঝাই ট্রাক পুকুরে পড়ে গেছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার রমনা ইউনিয়নের বেলের ভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের কারণেই এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয় সূত্রে জানা গেছে, চিলমারী উপজেলার মাটিকাটা মোড় থেকে মাওলানা ভাসানী সেতু পর্যন্ত ৭.৩ কিলোমিটার সড়ক নির্মাণ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। প্রকল্প অনুযায়ী রাস্তার পাশের পুকুর ও খালের ধারে গাইড ওয়াল নির্মাণের কথা থাকলেও তা না করে সরাসরি কার্পেটিংয়ের কাজ সম্পন্ন করা হয়। ফলে বেলের ভিটা এলাকায় পুকুরের ধারে নির্মিত অংশটি ধসে পড়ে ট্রাকটি পুকুরে পড়ে যায়।
দুর্ঘটনায় ট্রাকের চালক রতন মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেন।
দুর্ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সদ্য নির্মিত রাস্তার একাংশ ধসে পুকুরে নেমে গেছে। পানিতে ডুবে থাকা ট্রাকটির ইন্ডিকেটর তখনও জ্বলছিল। ঘটনাস্থলে শতাধিক উৎসুক জনতা ভিড় করেন।
আহত চালক রতন মিয়া জানান, তিনি সোনাহাট স্থলবন্দর থেকে ৪০০ সিএফটি পাথর নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। পথে বেলের ভিটা এলাকায় রাস্তা ধসে ট্রাকসহ পুকুরে পড়ে যান।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী জুলফিকার আলী বলেন, ‘ওটি আমাদের প্রকল্পের ট্রাক নয়, একটি ওভারলোড ট্রাক ছিল। তবে বিষয়টি শুনেছি, ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
এফপি/অআ