রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধার সাথে রংপুর রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) দুপুরে গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সাক্ষাৎ ও মতবিনিময়কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃধা বলেন, আমি সততার সাথে এই উপজেলার কাজ করে যাচ্ছি। আপনারা আপনাদের নিজস্ব কাজ বা পরিচিত কারো কাজ থাকলে অবশ্যই আমার কার্যালয়ে আসবেন, আমি আমার সাধ্যের মধ্যে থেকে কাজ করে দিবো। আমার দুয়ার আপনাদের জন্য সব সময় খোলা।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন রংপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শিমুল ইসলাম, যুগ্ন সম্পাদক রনজিৎ দাস, প্রচার সম্পাদক আমিনুর ইসলাম জুয়েল, সিটি প্রেসক্লাব রংপুরের সদস্য আব্দুল্লাহ আল আমিন, বেসরকারী প্রতিষ্ঠানের নার্সিং ইন্সট্রাক্টর নজরুল ইসলাম পলাশ, রাকিবুল ইসলাম প্রমুখ।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারিরা উপস্থিত ছিলেন।
এফপি/এমআই