Dhaka, Sunday | 19 October 2025
         
English Edition
   
Epaper | Sunday | 19 October 2025 | English
২ দিনের ফ্লাইট বিপর্যয়ের মাশুল মওকুফ করবে সরকার: বাণিজ্য উপদেষ্টা
ঢাকার আবহাওয়া নিয়ে যা জানাল অধিদপ্তর
লালনের আদর্শে অন্যায় ও অবিচারমুক্ত জীবন ধারণ করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
আগুনে ৭ ঘণ্টা বন্ধ প্রধান বিমানবন্দর
শিরোনাম:

সাকুরা সায়েন্স এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিতে

জাপান যাচ্ছেন খুবির ৭ শিক্ষার্থী

প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৪:৪১ পিএম  (ভিজিটর : ৫৩)

সাকুরা সায়েন্স এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিতে জাপান যাচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) ডিসিপ্লিনের সাতজন শিক্ষার্থী। দলটির নেতৃত্ব দিচ্ছেন ইসিই ডিসিপ্লিনের প্রফেসর ড. সোহেল মাহমুদ শের।

অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হলেন, ইসিই ডিসিপ্লিনের মাস্টার্স ২৫ ব্যাচের শিক্ষার্থী মো. তৌহিদুল ইসলাম, ইমু খাতুন ও চৈতালী নন্দী এবং ব্যাচেলর ২২ ব্যাচের শিক্ষার্থী মো. সবুজ আলী, অন্তু কুমার গুহ, শাওন ইসলাম ও অমিত বালা। 

আগামী ২৬ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা জাপানে অবস্থানকালে ইউনিভার্সিটি অব ইয়ামানাশিতে আয়োজিত এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় ল্যাব ভিজিট, ওয়ার্কশপ, সেমিনার ও বিভিন্ন ইন্ডাস্ট্রি ভিজিটে অংশ নেবেন।

আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অপটিক্যাল কমিউনিকেশনের অগ্রগতির পাশাপাশি তারা জাপানের সংস্কৃতি ও শিক্ষাব্যবস্থা সম্পর্কেও প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।

এদিকে, আজ শনিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা উপাচার্যকে এক্সচেঞ্জ প্রোগ্রামের কার্যক্রম সম্পর্কে জানান। 

 শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে উপাচার্য ড. মো. রেজাউল করিম বলেন, তোমরা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল করবে।

তিনি ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কার্যক্রম এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ইসিই ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মো. শামীম আহসানের ভূমিকা স্মরণ করেন এবং বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই, যারা আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের এ ধরনের আরও ইন্টারন্যাশনাল কোলাবরেশনের সুযোগ তৈরিতে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।

উপাচার্য বলেন, যেসব শিক্ষার্থী এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণ করছে, তাদের অন্যতম দায়িত্ব হবে উদ্ভাবনী চিন্তাশক্তি কাজে লাগিয়ে ভবিষ্যতের উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টি করা। ভবিষ্যতে ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কলারশিপ প্রোগ্রামের মাধ্যমে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ লাভের জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করেন তিনি।

প্রসঙ্গত, এ বছর বিভিন্ন এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়ের সর্বমোট ১০ জন শিক্ষার্থী বিদেশি বিশ্ববিদ্যালয়ে গমনের সুযোগ লাভ করেছেন।


শিক্ষার্থীদের এই এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণ খুলনা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক কোলাবরেশনের ক্ষেত্রকে আরও প্রসারিত করবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।

সৌজন্য সাক্ষাৎকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মো. আশিক উর রহমান উপস্থিত ছিলেন।

এফপি/অআ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝