চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এসইএল মডেল একাডেমী'র ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মেধাবৃত্তি প্রদান করা হয়েছে।
রবিবার (১ ডিসেম্বর) উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের চন্দ্রাকান্দিতে অবস্থিত মাধ্যমিক স্তরের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান দি ষ্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারস লিমিটেড মডেল একাডেমী'র (এসইএল মডেল একাডেমী) ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নতুন ভবন উদ্বোধন, কেক কাটা, আলোচনা সভা, মেধাবৃত্তি প্রদান ও মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ৩০ মেধাবী শিক্ষার্থীকে প্রতি মাসে ৫০০ টাকা করে ৩ বছর মেধাবৃত্তি প্রদান করবেন।
এস ই এল মডেল একাডেমী'র প্রধান শিক্ষক মোঃ সালাউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি'র বক্তব্য রাখেন, এসইএল মডেল একাডেমী'র প্রতিষ্ঠাতা ও রিহ্যাব এর সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল আউয়াল। অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ রবিউল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আশরাফুল আলম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রান প্রকৃতি পরিবেশ রক্ষা জাতীয় কমিটির মূখপাত্র ইবনুল সাইদ রানা, সমাজসেবক হাফিজুর রহমান রাকিব, সমাজসেবক সেহেল রানা, আরিয়ান আরিফ।
এসময় বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, এসইএল মডেল একাডেমী মাধ্যমিক স্তরে উপজেলা শিক্ষা প্রতিষ্ঠান গুলোর মধ্যে অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের যুগ উপযোগী শিক্ষা নিশ্চিত করার মাধ্যমে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে খুবই কার্যকরী ভূমিকা পালন করছে। মানসম্মত শিক্ষা নিশ্চিতে এই প্রতিষ্ঠানের শিক্ষকরা খুবই যত্নবান এবং প্রতিষ্ঠাতাও অনেক আন্তরিক।
এফপি/অ