Dhaka, Thursday | 16 October 2025
         
English Edition
   
Epaper | Thursday | 16 October 2025 | English
জাতীয় বেতন স্কেল কবে থেকে, জানালেন শিক্ষা সচিব
রাকসু নির্বাচন: ভোটগ্রহণ শেষ
চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পাসের হার ৫২.৫৭%, এগিয়ে মেয়েরা
রাশিয়া থেকে তেল কিনবে না ভারত, আশ্বস্ত ট্রাম্প
শিরোনাম:

যে টক ফলের জাদুতে কমবে কোলেস্টেরল, ভালো থাকবে হার্ট

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ১:১৬ পিএম  (ভিজিটর : ১০)

আয়ুর্বেদ শাস্ত্রে আমলকিকে বলা হয় অমূল্য ‘উপহার’। এই ফল শুধু ভিটামিন সি-এর উৎসই নয়, এটি এখন আধুনিক বিজ্ঞানেও ‘হার্ট হেলথ হিরো’ হিসেবেও স্বীকৃতি পাচ্ছে। সম্প্রতি প্রকাশিত এক গবেষণার তথ্যানুযায়ী, নিয়মিত আমলকি খাওয়া শরীরে খারাপ কোলেস্টেরল (এলডিএল) কমাতে এবং হৃদযন্ত্রকে রাখে সুস্থ সাহায্য করে।


গবেষকরা জানিয়েছেন, আমলকির মধ্যে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট উপাদান রক্তে থাকা ‘খারাপ’ কোলেস্টেরলকে (এলডিএল) অক্সিডাইজ হতে বাধা দেয়।


এই অক্সিডাইজড কোলেস্টেরলই ধমনিতে জমে প্লাক তৈরি করে, যা হার্ট ব্লক বা স্ট্রোকের কারণ হতে পারে।


আমলকি সেই ঝুঁকি অনেকটাই কমিয়ে দিতে পারে। তা ছাড়া এটি ‘ভালো’ কোলেস্টেরল (এইচডিএল) বাড়াতেও সহায়তা করে। ফলে রক্তসঞ্চালন স্বাভাবিক থাকে এবং হার্টের ওপর চাপ কমে।


প্রদাহ ও রক্তনালির স্বাস্থ্য রক্ষা করে আমলকি। এটির মধ্যে উপস্থিত পলিফেনল এবং ভিটামিন সি শরীরে প্রদাহ কমায়। প্রদাহই অনেক সময় হৃদরোগের প্রধান কারণ হয়ে দাঁড়ায়। পাশাপাশি এটি রক্তনালীর অভ্যন্তরীণ প্রাচীর বা এন্ডোথেলিয়াম সুস্থ রাখে, যা রক্ত চলাচল সহজ করে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়।


কিভাবে খাবেন

পুষ্টিবিদদের মতে, প্রতিদিন সকালে খালি পেটে একটি কাঁচা আমলকি বা এক চামচ আমলকির রস খাওয়া শরীরের জন্য অত্যন্ত উপকারী। চাইলে শুকনা আমলকির গুঁড়াও ব্যবহার করা যেতে পারে।


তবে অতিরিক্ত খাওয়া উচিত হবে না। কারণ এতে এসিডিটি বা পেটের অস্বস্তি হতে পারে। যারা রক্ত পাতলা করার ওষুধ খান বা ডায়াবেটিক রোগী, তাদের অবশ্যই আমলকি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।


আয়ুর্বেদে আমলকিকে বলা হয় ‘অমৃতফল’। শতাব্দী ধরে এটি চোখ, চুল, ত্বক ও হজমশক্তি ভালো রাখার জন্য ব্যবহৃত হয়ে আসছে। বিজ্ঞানও বলছে, এই ছোট ফলের গুণ হার্টের কার্যক্ষমতাকে বাড়িয়ে তোলে।


আমলকি শুধু রোগ প্রতিরোধে নয়, শরীরের সার্বিক ভারসাম্য রক্ষায়ও এক অনন্য ফল। প্রতিদিনের খাদ্যতালিকায় আমলকি রাখলে হার্ট থাকবে সুস্থ, আর শরীর পাবে অফুরন্ত এনার্জি।


এফপি/অআ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝