শিরোনাম: |
বাংলাদেশ ও নেদারল্যান্ডসের পররাষ্ট্রসচিব পর্যায়ের ষষ্ঠ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে আজ।
নেদারল্যান্ডসের স্থানীয় সময় বৃহস্পতিবার হেগে এই বৈঠকে দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার, ব্যবসা-বাণিজ্য, প্রযুক্তিগত সহায়তা, পানি ব্যবস্থাপনা ও ডেল্টা প্ল্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।
বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এবং নেদারল্যান্ডসের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির বিদেশি বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সহকারী মন্ত্রী আউকে ডেভরিজ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক দিকগুলো উঠে আসবে। এর মধ্যে থাকবে গণতান্ত্রিক সংস্কার, মানবাধিকার, বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ, কৃষি ও তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা, অভিবাসন ও দক্ষতা উন্নয়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পানি ব্যবস্থাপনা সহযোগিতা, এবং ডেল্টা প্ল্যান বাস্তবায়ন ইত্যাদি।
ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, সম্প্রতি ইতালি সফরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী ছিলেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। রোম থেকে তিনি সরাসরি হেগে পৌঁছান। পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব গ্রহণের পর আসাদ আলম সিয়াম প্রথম বিদেশ সফরে তুরস্কে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে নেতৃত্ব দিয়েছিলেন। এবার বিদেশের মাটিতে নেদারল্যান্ডসের সাথে এটি হবে তার প্রথম নেতৃত্বাধীন দ্বিপাক্ষিক বৈঠক।
এফপি/অআ