Dhaka, Wednesday | 15 October 2025
         
English Edition
   
Epaper | Wednesday | 15 October 2025 | English
‘তিন গোয়েন্দা’র স্রষ্টা রকিব হাসান মারা গেছেন
ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৮
ফেব্রুয়ারিতে নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর: আইন উপদেষ্টা
শক্তিশালী পাসপোর্ট সূচকে ৬ ধাপ পেছাল বাংলাদেশ
শিরোনাম:

চার দশকের যাত্রার ইতি, বন্ধ হচ্ছে এমটিভির একাধিক মিউজিক চ্যানেল

প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ১১:৫০ এএম  (ভিজিটর : ৪)

চার দশকেরও বেশি সময় ধরে বিশ্ব সংগীতের অন্যতম প্রভাবশালী মাধ্যম হিসেবে পরিচিত এমটিভির (MTV) কিছু মিউজিক চ্যানেল এবার বন্ধ হয়ে যাচ্ছে।


প্যারামাউন্ট গ্লোবাল সম্প্রতি এক ঘোষণায় জানিয়েছে, আগামী ৩১ ডিসেম্বর থেকে MTV Hits, MTV 80s, MTV 90s সহ বেশ কয়েকটি জনপ্রিয় মিউজিক চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেওয়া হবে।


১৯৮১ সালে “I Want My MTV” স্লোগান দিয়ে যাত্রা শুরু করেছিল এমটিভি। সংগীত, ফ্যাশন এবং তরুণ সংস্কৃতির প্রতিনিধিত্বকারী এই ব্র্যান্ডটি দ্রুতই বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে ওঠে। এমটিভি মিউজিক অ্যাওয়ার্ড হয়ে ওঠে গায়ক-গায়িকাদের কাছে একটি মর্যাদার প্রতীক।


চ্যানেল বন্ধ হওয়ার খবরে অনেকে হতাশ হলেও সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, নতুন বছরের শুরুতেই নতুন ফরম্যাটে এই চ্যানেলগুলো ডিজিটাল প্ল্যাটফর্মে উপস্থাপন করা হবে। চ্যানেল পুনর্গঠনের অংশ হিসেবে এই রূপান্তর ঘটছে।


সংস্থাটি জানিয়েছে, এমটিভি এইচডি (MTV HD) স্বাভাবিকভাবেই চলবে, ফলে জনপ্রিয় রিয়ালিটি শোগুলো দর্শকরা আগের মতোই দেখতে পাবেন।


বিশেষজ্ঞরা বলছেন, কোভিড-১৯ মহামারির পর থেকে দর্শকরা টেলিভিশনের বদলে ডিজিটাল প্ল্যাটফর্মে বেশি ঝুঁকেছেন। ইউটিউব, স্পটিফাই, অ্যাপল মিউজিক, জিও সাভনের মতো অ্যাপে অনলাইন কনটেন্টের সহজলভ্যতা এবং কাস্টমাইজড অভিজ্ঞতা এমটিভির মতো ঐতিহ্যবাহী চ্যানেলগুলোকেও চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে।


এই পরিবর্তনশীল বাজার পরিস্থিতিতে এমটিভি চ্যানেলগুলোর দর্শকসংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় আর্থিক চাপ ও কনটেন্ট ব্যবস্থাপনায় নতুন কৌশল গ্রহণ করছে কর্তৃপক্ষ।


চ্যানেল বন্ধের ঘোষণার পর থেকেই বিশ্বজুড়ে এমটিভি অনুরাগীদের মধ্যে আবেগঘন প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই সামাজিক মাধ্যমে তাদের শৈশব বা কৈশোরের স্মৃতিময় মুহূর্তগুলোর কথা স্মরণ করে মনখারাপের কথা জানিয়েছেন।


এফপি/অআ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝