| শিরোনাম: |

খুলনা জেলা কারাগারে হৃদরোগে আক্রান্ত এক হাজতিকে ঢাকায় নেওয়ার পথে মৃত্যুবরণ করেছেন। গতকাল শুক্রবার (১০ অক্টোবর) রাত ৯টার দিকে গোপালগঞ্জ সদর হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত হাজতির নাম জয়নাল আবেদীন।
সে খুলনা মহানগরীর পূর্ব বানিয়াখামারের আশরাফ হোসেনের ছেলে। জয়নাল আবেদীন নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা জেড এ মাহমুদ ডনের সহযোগী হিসেবে পরিচিত ছিলেন।
খুলনা জেলা কারাগারের জেলার মুনীর হুসাইন জয়নাল আবেদীনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে বুকে ব্যথা অনুভব হলে জয়নাল আবেদীনকে চিকিৎসার জন্য কারাগার থেকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব হার্ট ফাউন্ডেশনে নেওয়ার পরামর্শ দেন। সকল প্রস্তুতি সম্পন্ন করে শুক্রবার রাতে তাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় পুলিশ। পথিমধ্যে গোপালগঞ্জে মারা যান তিনি।
এফপি/অআ