| শিরোনাম: |

মোহনগঞ্জ থানা রোডে বসুন্ধরা মোড়ে নারায়ন চন্দ্র পাল (৪০) নামে এক মুদী দোকানিকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত নারায়ণ থানার পেছনে রাউৎপাড়া এলাকার নিরো চন্দ্র পালের ছেলে।
সোমবার (৬ অক্টোবর) রাত সাড়ে ১০ টা থেকে ১১ টার মধ্যে তার মুদি দোকান নারায়ণ স্টোরের ভেতরে তাকে গলা কেটে হত্যা করা হয়। তার দুই হাত ও পেটেও দাঁড়ালো অস্ত্রের আঘাত রয়েছে।
খবর পেয়ে মোহনগঞ্জ থানা পুলিশ নিহতের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে।
এ ঘটনায় রাতেই নেত্রকোনা এডিশনাল এসপি সজল কুমার সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহতের স্ত্রী লিপি রানী পাল জানান, রাত ১১ টার পরে খবর পেয়ে নিহতের দুই ছেলে অভিজিৎ পাল ও অভিষেক পালকে নিয়ে দোকানে গিয়ে দেখেন নারায়ণকে কে বা কারা দোকানের ভেতরে গলা কেটে হত্যা করেছে।
লিপি আরো বলেন, নারায়ণের কোন শত্রু ছিলনা। তবে তার দোকানে কাউকে বাকী দিতনা এ নিয়ে কিছু বাজে মানুষ তার প্রতি ক্ষোভ ছিল। লিপি তার স্বামী হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান।
প্রতিবেশি বিমল পাল, ও রিকশা চালক জুয়েল জানান, রাত ১১ টায় বিড়ি কিনতে দোকানে গিয়ে ডাক দেন, পরে সারা না পেলে ৪ / ৫ জন লোক দোকানের ভেতরে গিয়ে দেখেন নারয়নের গলা কাটা রক্তাক্ত লাশ পরে আছে। পরে চিৎকার দিলে আশপাশের ব্যবসায়ীরা এসে পুলিশে খবর দেন।
মোহনগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম পিপিএম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে, ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হবে। আশপাশের সিসি টিভি ফুটেজ সংগ্রহ করা হয়।। দ্রুতই আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
এফপি/অআ