Dhaka, Thursday | 16 October 2025
         
English Edition
   
Epaper | Thursday | 16 October 2025 | English
পার্বত্য অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষায় আনসার-ভিডিপি অঙ্গীকারবদ্ধ: মহাপরিচালক
‘তিন গোয়েন্দা’র স্রষ্টা রকিব হাসান মারা গেছেন
ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৮
ফেব্রুয়ারিতে নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর: আইন উপদেষ্টা
শিরোনাম:

শ্রীমঙ্গলে রাতের আঁধারে শাড়ি চোরাচালান

প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ৩:০৩ পিএম  (ভিজিটর : ৪০)

শ্রীমঙ্গলের ইসলামপুরগামী সড়কটা ছিল প্রায় ফাঁকা। মাঝে মাঝে মোটরসাইকেলের হেডলাইট অন্ধকার চিরে চলে যাচ্ছিল। হঠাৎ করেই একদল পুলিশ রাস্তার পাশে অবস্থান নিলো। রাত তখন প্রায় নয়টা


অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের নির্দেশে এসআই দেলোয়ার হোসেন অফিসার ও ফোর্স নিয়ে অবস্থান করছিলেন সেখানে। খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। একটি পিকআপ ভ্যান আসতেই পুলিশ হাত তুলে থামাল। মুহূর্তেই বোঝা গেল-এই গাড়িতেই রয়েছে চোরাচালানের গোপন রহস্য।


তল্লাশি শুরু হতেই একের পর এক শাড়ি বেরিয়ে এলো। গুনে দেখা গেল-২৬৯ পিস ভারতীয় শাড়ি! বাজারমূল্য আনুমানিক প্রায় ১ লাখ ৮৮ হাজার ৩০০ টাকা। এতগুলো শাড়ি একসঙ্গে দেখে মুহূর্তের জন্য হতবাক হয়ে যায় উপস্থিত সবাই।


পুলিশ তখনই আটক করে তিনজনকে-এরা হলো: রায়হান হাওলাদার (৩৫), গাজীপুরের জয়দেবপুরের বাসিন্দা, ওমর ফারুক (৩২), চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ছেলে আবু তাহের (৪৫),নেত্রকোনার পূর্বধলার বাসিন্দা।


পরে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারত থেকে এই শাড়িগুলো এনেছিল। উদ্দেশ্য ছিল শ্রীমঙ্গল শহরে বিক্রি করে মোটা অঙ্কের লাভ করা।


এবার পুলিশের নজর এড়াতে পারেনি তারা। থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বলেন, আমরা চোরাচালান রোধে নিয়মিত অভিযান চালাই। এই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের আদালতে পাঠানো হয়েছে।


এফপি/অআ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝