প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই সনদে স্বাক্ষর শুধুমাত্র একটি অধ্যায়ের সমাপ্তি নয়, বরং নতুন এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হবে। তিনি বলেন, “সনদ সই হয়ে গেলেই কাজ শেষ নয়- এটা মস্ত বড় একটি অধ্যায় শেষ হবে, কিন্তু আরও বহু অধ্যায়ের সূত্রপাত ঘটবে।”
বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। তিনি জানান, “আমরা চাই এই সনদ কোথাও হারিয়ে না যায়। পাঠ্যবই, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এটাকে ছড়িয়ে দিতে হবে, যাতে সবাই বুঝতে পারে কেন আমরা একমত হয়েছি।”
ড. ইউনূস বলেন, “যে দলিলগুলো তৈরি হয়েছে, সেগুলোকে আমরা অমূল্য সম্পদ হিসেবে সংরক্ষণ করব। বিতর্ক ও আলোচনাগুলোকে ভিডিও ও বই আকারে প্রকাশ করা হবে। সরকার এগুলো জনগণের কাছে সহজ ভাষায় প্রচারের উদ্যোগ নেবে।” তিনি আরও বলেন, “আপনারা যে অসম্ভবকে সম্ভব করেছেন, তা শুধু বাংলাদেশের ইতিহাসে নয়, বিশ্বের রাজনৈতিক ইতিহাসেও দৃষ্টান্ত হয়ে থাকবে।”
প্রধান উপদেষ্টা জানান, জুলাই সনদে সই অনুষ্ঠানে সারা জাতি শরিক হবে। “যে কলম দিয়ে সই করা হবে, সেগুলো জাদুঘরে সংরক্ষণ করা হবে। কারণ এই ঘটনাকে কেউ ভুলতে পারবে না,” বলেন তিনি।
ড. ইউনূস বলেন, “আজ আমরা যেই পর্যায়ে এসেছি, এটা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর এই সনদই সেই আন্দোলনের সঠিক প্রতিফলন। মাসের পর মাস আলোচনার পর আপনারা সফলভাবে ঐকমত্যে পৌঁছাতে পেরেছেন—এটা জাতির জন্য বিশাল সম্পদ।”
রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে আরও জানানো হয়, জুলাই সনদে স্বাক্ষর অনুষ্ঠান আগামী ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।
এফপি/রাজ