| শিরোনাম: |

মুন্সীগঞ্জ প্রিমিয়ার লীগ সিজন-১ এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩ টায় আড়িয়ল স্বর্ণময়ী উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপি'র আহবায়ক ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র আহবায়ক কমিটির সদস্য ও টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.আমির হোসেন দোলন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও লৌহজং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান অপু চাকলাদার,টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সহ সভাপতি আকতার হোসেন মোল্লা।
টঙ্গীবাড়ি একাদশ বনাম গজারিয়া একাদশ এর মধ্যকার ফাইনাল খেলায় প্রথমে ব্যাট করতে নেমে টঙ্গীবাড়ী একাদশ নির্ধারিত ৯ ওভারে ১১৮ রান সংগ্রহ করে। ১১৯ রানের জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারের ২ বল থাকতে ৫ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষে পৌছে যায় গজারিয়া একাদশ।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন আলমগীর কবির একদিল, মোঃ মাসুম হোসাইন, পরশ রুমি, শান্ত ছৈয়াল,মো.জামাল হোসেন প্রমুখ।
এফপি/অআ