পাবনা সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে মা ও বাবাকে মারধর ও গুরুতর জখম করার চাঞ্চল্যকর মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১২, সিপিসি-২ পাবনা।
র্যাব সূত্রে জানা যায়, সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫০ মিনিটে র্যাব-১২, সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এনামুল হকের নেতৃত্বে একটি আভিযানিক দল সদর উপজেলার শ্রীপুর এলাকায় অভিযান পরিচালনা করে মামলার প্রধান আসামি মেড় শিমুল শেখ (৪২) কে গ্রেফতার করে। তিনি পাবনা সদর থানাধীন নলদহ নতুনপাড়া শ্রীপুর এলাকার মো. নছির শেখের ছেলে।
গত ১৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সকাল ৯ টার দিকে পারিবারিক বিরোধের জেরে শিমুল শেখসহ অন্যান্য আসামিরা ধারালো চাপাতি, হাসুয়া, জিআই পাইপ, লোহার রড, হাতুড়ি, কাঁচি, বাঁশের লাঠি ও কাঠের বাটামসহ বিভিন্ন অস্ত্র নিয়ে মোছাঃ রবিজা খাতুন (৬৩)- এর মেয়ের বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে।
এ সময় বাদিনির স্বামী মো. নছির শেখ (৭৫) প্রতিবাদ করলে আসামিরা রবিজা খাতুন ও তার স্বামীকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।
পরে আহত মা রবিজা খাতুন নিজ সন্তানসহ অন্যান্যদের বিরুদ্ধে পাবনা সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি নং-৪১, তারিখ: ২২ সেপ্টেম্বর ২০২৫।
গ্রেফতারকৃত আসামি শিমুল শেখকে আইনগত প্রক্রিয়ার জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব নিশ্চিত করেছে।
র্যাব-১২ জানায়, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও আইনবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। জনগণকে মাদক, অস্ত্র ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গঠনে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।
এফপি/অআ