Dhaka, Friday | 2 January 2026
         
English Edition
   
Epaper | Friday | 2 January 2026 | English
ছড়াকার সুকুমার বড়ুয়া মারা গেছেন
রাষ্ট্রীয় শোকের মধ্যে আজ বই বিতরণ, তবে নেই কোনো উৎসব
বিশ্বজুড়ে নানা আয়োজনে ইংরেজি নতুন বছরকে বরণ
ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে
শিরোনাম:

দুই মাসে ভোমরা বন্দর দিয়ে ২৭২ টন জিরা আমদানি

প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪২ পিএম  (ভিজিটর : ৬৪)

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে কমেছে ভারত থেকে জিরা আমদানি। গত অর্থবছরের প্রথম দুই মাসের (জুলাই-আগস্ট) তুলনায় চলতি ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে মসলা পণ্যটির আমদানি কমেছে অন্তত ১২০ টন। এর কারণ হিসেবে বাজারে চাহিদার পতনকে উল্লেখ করেন ব্যবসায়ী ও আমদানিকারকরা।

ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা জানিয়েছে, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে এ বন্দর দিয়ে ২৭২ টন জিরা আমদানি হয়েছে, যার মূল্য ১১ কোটি ৮০ লাখ টাকা। অন্যদিকে ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে আমদানি হয়েছিল ৩৯১ টন জিরা, যার মূল্য ছিল ১৬ কোটি ৪২ লাখ টাকা। এ হিসাব অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম দুই মাসে পণ্যটির আমদানি কমেছে ১১৯ টন।

বন্দরে ভারত থেকে আমদানি কমলেও সাতক্ষীরার মসলাবাজারে জিরার দাম কমেছে। দুই-তিন সপ্তাহের ব্যবধানে বাজারে কেজিপ্রতি জিরার দাম ৫০-৬০ টাকা পর্যন্ত কমেছে। খুচরা বাজারে দাম কমার পেছনেও প্রভাব ফেলেছে ভোক্তা পর্যায়ে চাহিদার পতন।

সাতক্ষীরা জেলা সদরের সুলতানপুর বড়বাজারের খুচরা মসলা বিপণন প্রতিষ্ঠান মেসার্স সরদার এন্টারপ্রাইজে প্রতি কেজি ভারতীয় জিরা বিক্রি হয়েছে ৫৮০ টাকায়, তুরস্কের জিরা ৭৮০ ও সিরিয়ার জিরা ৮০০ টাকায়।

দুই-তিন সপ্তাহ আগে একই প্রতিষ্ঠানে ভারতীয় জিরার দাম ছিল কেজিপ্রতি ৬২০-৬৩০ টাকা। অন্যদিকে তুরস্ক ও সিরিয়ার জিরা যথাক্রমে ৮৪০ ও ৮৭০ টাকায় বিক্রি হয়েছিল।

এফপি/অআ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
🔝