মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের ইলামপাড়া এলাকায় শেভরন কোম্পানির তেলের পাইপ লাইনে লিকেজ হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ৯টার দিকে এ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছেন দুইজন।
দগ্ধরা হলেন বশির মিয়া (৫০) ও তার ছেলে রেদোয়ান মিয়া (২৪)। তাদের প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মৌমিতা বৈদ্য জানান, প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর সোলেমান আহমদ বলেন, “রাত ৯টার দিকে অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছি। আমাদের দুটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। পরে মৌলভীবাজার থেকে আরও দুটি ইউনিট এসে সহায়তা করে। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।”
অগ্নিকাণ্ডের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসলাম উদ্দিন এবং শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনাস্থলে ছুটে গিয়ে অগ্নিনির্বাপণ কার্যক্রম তদারকি করেন।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী, পাইপ লাইনে লিকেজ থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে। তবে সঠিক কারণ জানার জন্য তদন্ত চলছে।
এফপি/রাজ