মেহেরপুরের গাংনী উপজেলার চরগোয়াল গ্রামে একটি দোকানের সামনে থেকে দুটি বোমার সদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে স্থানীয়রা দোকানের সামনে বস্তু দুটি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত হয়।
পুলিশ জানায়, বস্তু দুটি উদ্ধার করে পরীক্ষা-নিরীক্ষা চলছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে তদন্ত শুরু হয়েছে।
দোকানের মালিক কামরুজ্জামান লিপু জানান, তার চাচাদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে তিনি একাধিকবার হত্যার হুমকিও পেয়েছেন। তার দাবি, হয়তো ভয় দেখানোর উদ্দেশ্যে তার দোকানের সামনে এসব বস্তু রাখা হয়েছে। তিনি বর্তমানে আতঙ্কে দিন কাটাচ্ছেন বলেও জানান।
গাংনী থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বানি ইসরাইল বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে বোমা সদৃশ্য বস্তু দুটি পরীক্ষা করছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
এফপি/অআ