কুড়িগ্রামের ঐতিহ্যবাহী নাগেশ্বরী সরকারি কলেজ শাখা ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সুমন ইসলামকে সভাপতি এবং আহসান্নুল্লাহ তামিমকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।
গেলো ২৩ আগস্ট জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইহছান ও সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেল স্বাক্ষরিত এই কমিটির তালিকা সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে প্রকাশ করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি পদে আহসান হাবিব আকাশ, সহ-সভাপতি শাফিউল্লাহ সাকিব, হাবিবুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে সজিব আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত আমিন বাঁধন, আরিফ হোসাইন, সাংগঠনিক সম্পাদক হিসেবে মাসুদ রানা, সহ-সাংগঠনিক সম্পাদক পদে হোসাইন ইসলাম, দপ্তর সম্পাদক হিসেবে আব্দুর রহমান আবির, প্রচার সম্পাদক হিসেবে ওমর ফারুক, ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে তাবাস্সুম আহমেদ তিতলি।
এই কমিটি আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে বলে চিঠিতে জানানো হয়।
এফপি/এমআই