Dhaka, Friday | 19 September 2025
         
English Edition
   
Epaper | Friday | 19 September 2025 | English
আমেরিকার সিকিউরিটি ডিভাইসের মাদারবোর্ড রপ্তানি করছে ওয়ালটন
নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ, দু’দিন পর নদীতে মিলল মরদেহ
আবাসন খাত রক্ষাই অর্থনীতির সুরক্ষা
১৮ দিন পর হাসপাতাল ছাড়লেন নুর
শিরোনাম:

চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান : আটক ১

প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৯:১৭ এএম আপডেট: ১৫.০৯.২০২৫ ৯:২৩ এএম  (ভিজিটর : ২৬)


কক্সবাজারের চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একজন দালালকে আটক করে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং একাধিক ক্লিনিক ও ফার্মেসিকে জরিমানা করা হয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়।

চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব জানান, মো: রফিকুল ইসলাম (৩৫) নামে এক দালালকে আটক করে দণ্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

এছাড়া লাইসেন্স না থাকা, অপরিষ্কার পরিবেশ ও অব্যবস্থাপনার কারণে এভারগ্রীন হাসপাতালকে ৫০ হাজার, ল্যাব হাউজ প্যাথলজিকে ১০ হাজার, হিলসাইড প্যাথলজি ল্যাবকে ১০ হাজার এবং হাসান ডেন্টাল কেয়ারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে আরও দেখা যায়, এল কে ফার্মেসি ও হুমায়ুন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত রয়েছে। এ কারণে যথাক্রমে ৫ হাজার ও ২ হাজার টাকা জরিমানা করা হয়।

বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পরিচালিত এ অভিযানে মোট ৮২ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এফপি/আরআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝