শেরপুরের নালিতাবাড়ীতে বন্যহাতি দ্বারা ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারিভাবে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) উপজেলার মধুটিলা ফরেস্ট রেঞ্জ কার্যালয়ে এই চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ি এলাকায় বন্যহাতি দ্বারা ঘরবাড়ি ও ফসলের ক্ষতিগ্রস্ত ৩৬ জন ব্যক্তি এবং পরিবারের মাঝে ৬ লাখ ৭৩ হাজার হাজার টাকার ক্ষতিপূরণ চেক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শেরপুরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার, মধুটিলা রেঞ্জ কর্মকর্তা মো. দেওয়ান আলী, রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল করিম, সমশ্চূড়া বিট কর্মকর্তা মো. কাউছার হোসেন, পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ও মধুটিলা ইকোপার্কের ইজারাদার মো. মজিবর রহমান চৌধুরীসহ স্থানীয় ইআরটি সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এফপি/রাজ