পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবদল নেতা নিহত হয়েছেন। এসময় আরেক যুবক গুরুতর আহত হন।
শনিবার (২৩ আগস্ট) রাত ১০টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত যুবকের নাম মেহেদী মাসুদ পাভেল (৩৫)। তিনি ইসলামপুর গ্রামের মৃত মুসলেম মাষ্টারের ছেলে ও গয়েশপুর ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
অন্যদিকে আহত সজিব মোল্লা ওরফে ইমরান (২৪) ইসলামপুর গ্রামের আব্দুর সবুর মোল্লার ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এলাকার দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। শনিবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে পাভেল নিহত হন এবং সজিব গুরুতর জখম হন।
হত্যার প্রতিবাদে যুবদল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল ও পথসভা করছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে।
এফপি/রাজ