রাজশাহীর তানোরে সাবেক স্ত্রীর ঘর থেকে বেলাল হোসেন (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে তানোর থানা পুলিশ। নিহত বেলাল উপজেলার কামারগাঁ ইউনিয়নের মহাদেবপুর চৌধুরীপাড়া গ্রামের আব্দুল মতিনের ছেলে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে উপজেলার কামারগাঁ ইউনিয়নের মহাদেবপুর গ্রামে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে।
এঘটনায় নিহত যুবকের বাবা আব্দুল মতিন বাদি হয়ে সাবেক ছেলের বউ ও শ্বশুর-শাশুড়িসহ ৫ জনকে আসামি করে তানোর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
আর ওই মামলায় নিহতের সাবেক স্ত্রী রাফিউন আক্তার চাঁদনী (২৮) ও সাবেক শ্বশুর সুলতান মাহমুদ (৫০) এবং শাশুড়ি লবিরন বিবিকে (৪৮) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মামলার বিবরণ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের মহাদেবপুর চৌধুরীপাড়া গ্রামের বেলাল হোসেনের সাথে প্রায় ১০ বছর আগে একই গ্রামের রাফিউন আক্তার চাঁদনীর বিয়ে হয়। তাঁদের ২ মেয়ে ও ১ ছেলে সন্তান রয়েছে। তবে প্রায় ৩ বছর আগে পারিবারিক কলহের জেরে তাঁদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। এবং বিবাহ বিচ্ছেদের পর রাজশাহীর আদালতে সাবেক স্ত্রী রাফিউন আক্তার চাঁদনী একটি মামলা দায়ের করেন। যা এখনো আদালতে চলমান রয়েছে।
এরমধ্যে, বেলাল হোসেন দ্বিতীয় বিয়ে করেন এবং দ্বিতীয় পক্ষের একটি কন্যা সন্তানও রয়েছে। তবে একই গ্রামে বাড়ি হওয়ায় নিহত বেলাল মাঝেমধ্যেই তাঁর প্রথম পক্ষের সন্তানদের সাথে দেখা করতে সাবেক স্ত্রীর বাড়িতে যেতেন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ২০ আগস্ট, বুধবার নিহত বেলাল বাড়ি থেকে রাজশাহীতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে তিনি আর বাড়ি ফিরে আসেননি। তবে, ২১ আগস্ট, বৃহস্পতিবার ভোরে তাঁর পরিবারের লোকজন বিভিন্ন মাধ্যমে জানতে পারেন একই গ্রামের সাবেক স্ত্রী রাফিউন আক্তার চাঁদনীর বাড়িতে নির্যাতন করে বেলালকে ঘরে আটকে রেখেছেন সাবেক শ্বশুর-শাশুড়ি সহ পরিবারের লোকজন। তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে খবর দেয় বেলালের পরিবার। পরে থানা পুলিশের একটি দল সহ বেলালের পরিবারের লোকজন সাবেক শ্বশুর বাড়িতে গিয়ে দেখে সাবেক স্ত্রীর শয়নঘরের বিছানার উপর বেলালের লাশ পড়ে রয়েছে। এ-সময়ে মৃত বেলালের মাথার পিছনে ও সামনে ফোলা এবং রক্তাক্ত জখম দেখা যায়। এবং তাঁর দুই হাতে সামান্য কাটা জখম ও বুকে কামড়ের দাগ ছাড়াও গলায় ফাঁস দেওয়ার দাগ দেখা যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন। ওসি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা রের্কড করা হয়েছে। পুলিশ হেফাজতে থাকা সাবেক স্ত্রী ও সাবেক শ্বশুর-শাশুড়িকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বাঁকি আসামিদের গ্রেপ্তারে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এফপি/রাজ