Dhaka, Friday | 22 August 2025
         
English Edition
   
Epaper | Friday | 22 August 2025 | English
৮০ শতাংশ বিবাহিত পুরুষ মানসিক নির্যাতনের শিকার, প্রতিকার মেলে না কোথাও
টঙ্গীতে জায়গা সম্পত্তি লিখে না দেওয়ায় বাবাকে কুপিয়ে জখম
সাগর-রুনির সন্তান মেঘের হাতে পূর্বাচলের প্লটের দলিল হস্তান্তর
ইতিহাসের ওপর মব আক্রমণ চলছে: সারা হোসেন
শিরোনাম:

ভালুকায় মহাসড়কে পুলিশের অভিযান অর্ধশত অটোরিকশা-সিএনজি জব্দ

প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৪:৫৬ পিএম  (ভিজিটর : ২০)

ময়মনসিংহের ভালুকায় রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল, অটোরিকশা, সিএনজি ও বিভিন্ন অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু করেছে হাইওয়ে পুলিশ।

শুক্রবার (২২ আগস্ট) সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা অংশে এ অভিযান পরিচালনা করা হয়।

ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাসুদের নেতৃত্বে পরিচালিত অভিযানে অর্ধশতাধিক মোটরসাইকেল ও সিএনজি-অটোরিকশা আটক করা হয়। আটককৃত যানবাহনের বিরুদ্ধে সড়ক ও পরিবহন আইনে মামলা দায়ের করে হাইওয়ে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মহাসড়কে অবৈধ অটোরিকশা, ভ্যান ও সিএনজি উল্টোপথে চলাচল করায় ঘন ঘন যানজট ও দুর্ঘটনার ঘটনা ঘটছে। নিয়মিত মামলা ও আটক অভিযান চালিয়েও এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হচ্ছে না। মহাসড়কে জনসাধারণের নিরাপত্তার ও যানজট মুক্ত করতেই এই অভিযান।

অভিযান চলাকালে ভরাডোবা হাইওয়ে থানার ওসি মেহেদী মাসুদ বলেন, মহাসড়কে অবৈধ যান ধরা পড়লে সরাসরি ডাম্পিংয়ে পাঠানো হবে। মহাসড়ককে নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে হাইওয়ে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, মহাসড়ক যানজটমুক্ত রাখতে এবং পথচারীরা যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারেন সেজন্য হাইওয়ে পুলিশ নিরলসভাবে দায়িত্ব পালন করছে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝