বাংলাদেশ সচিবালয়ের ৪ নং ভবনে অগ্নিনির্বাপণের অনুশীলন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।
সচিবালয়ের ৪ নং ভবনে খাদ্য মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, আইন-বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, উপপুলিশ কমিশনার (নিরাপত্তা)-এর কার্যালয় এবং ইডেন ভবন পণপূর্ত উপবিভাগ ১ ও ২ এর কার্যালয় বিদ্যমান। এ অনুশীলনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সিনিয়র সচিব, সচিবসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।
বুধবার (২৯ জানুয়ারি) সকাল ১১টায় সচিবালয়ের ৪ নং ভবনে কৃত্রিম ধোঁয়া সৃষ্টি করা হয় এবং আগুনের সাইরেন বাজানো হয়। তখন সকল কর্মকর্তা-কর্মচারী সুশৃঙ্খলভাবে ভবনের সিঁড়ি ব্যবহার করে নির্ধারিত অ্যাসেম্বলি পয়েন্টে ফ্লোর অনুযায়ী সারিবদ্ধভাবে দাঁড়ান। সবাই একত্রিত হলে একটি ড্রামে আগুন জ্বালিয়ে ফায়ার এক্সটিংগুইসার ব্যবহার করে আগুন নেভানোর পদ্ধতি দেখানো হয় এবং প্রতিটি ফ্লোর হতে কিছু সংখ্যক কর্মকর্তা-কর্মচারীকে অনুশীলন করানো হয়। অনুশীলন শেষে ফায়ার সার্ভিসের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল মো. রেজাউল করিম, পিএসসি এবং ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বক্তব্য দেন।
সিনিয়র সচিব সালেহ আহমেদ ফায়ার সার্ভিসের কার্যক্রমকে সাধুবাদ জানান এবং সকলকে সচেতন হওয়ার জন্য আহ্বান জানান।
তিনি বলেন, এ অনুশীলন নিশ্চয় আমাদের সচেতন করবে এবং অগ্নিকাণ্ডে আমাদের জীবন ও সম্পদ রক্ষায় অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে।
উল্লেখ্য, পর্যায়ক্রমে সচিবালয়ের প্রতিটি ভবনে অগ্নিনির্বাপণের অনুশীলন কার্যক্রম করা হবে।
এফপি/এমআই