গাজীপুরের টঙ্গীতে তেলবাহী ট্যাঙ্কারের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই নাছিমা আক্তার (২৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এসময় মোটরসাইকেল চালক সাঈদ হোসেন গুরুতর আহত হয়েছেন।
রবিবার (১৭ আগস্ট) দুপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চেরাগ আলী মার্কেট এলাকায় বিআরটি ফ্লাইওভারে এই ঘটনা ঘটে।
নিহত নাছিমা আক্তার মাদারীপুর জেলার শিবচর থানার দক্ষিণ বাঁশকান্দি গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে। তার স্বামীর নাম আরিফ হোসেন। তিনি স্বপরিবারে গাছা থানাধীন কামারজুরী এলাকায় বসবাস করতেন।
এঘটনায় গুরুতর আহত সাইদ হোসেন এপিবিএন ১ এ সহকারী উপ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের ভাতিজি নুসরাত জাহান রিয়া জানান, নিহত নাছিমা আক্তার অন্তঃসত্ত্বা ছিলেন। ভাসুর সাইদ হোসেনের সাথে ধানমন্ডি এলাকায় ডাক্তারের কাছে যাওয়ার পথে দূর্ঘটনার শিকার হন। পর পুলিশ তাদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাছিমাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইসকান্দর হাবীবুর রহমান বলেন, আইনি প্রক্রীয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এফপি/রাজ