Dhaka, Monday | 18 August 2025
         
English Edition
   
Epaper | Monday | 18 August 2025 | English
পাথর লুটে যোগসাজশ ছিল প্রশাসনের: রিজওয়ানা হাসান
পাবনা-৩ আসনে মনোনয়ন যুদ্ধ, মাঠ গরম সম্ভাব্য প্রার্থীদের প্রচারণা
বীর মুক্তিযোদ্ধা পুলিন কান্তি দে’র মৃত্যুতে প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি
কিশোরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত
শিরোনাম:

টঙ্গীতে সড়ক দুর্ঘনায় নারীর মৃত্যু, পুলিশ সদস্য আহত

প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ৮:২৪ পিএম  (ভিজিটর : ৪)

গাজীপুরের টঙ্গীতে তেলবাহী ট্যাঙ্কারের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই নাছিমা আক্তার (২৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এসময় মোটরসাইকেল চালক সাঈদ হোসেন গুরুতর আহত হয়েছেন।

রবিবার (১৭ আগস্ট) দুপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চেরাগ আলী মার্কেট এলাকায় বিআরটি ফ্লাইওভারে এই ঘটনা ঘটে। 

নিহত নাছিমা আক্তার মাদারীপুর জেলার শিবচর থানার দক্ষিণ বাঁশকান্দি গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে। তার স্বামীর নাম আরিফ হোসেন। তিনি স্বপরিবারে গাছা থানাধীন কামারজুরী এলাকায় বসবাস করতেন। 

এঘটনায় গুরুতর আহত সাইদ হোসেন এপিবিএন ১ এ সহকারী উপ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। 

নিহতের ভাতিজি নুসরাত জাহান রিয়া জানান, নিহত নাছিমা আক্তার অন্তঃসত্ত্বা ছিলেন। ভাসুর সাইদ হোসেনের সাথে ধানমন্ডি এলাকায় ডাক্তারের কাছে যাওয়ার পথে দূর্ঘটনার শিকার হন। পর পুলিশ তাদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাছিমাকে মৃত ঘোষণা করেন। 

এবিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইসকান্দর হাবীবুর রহমান বলেন, আইনি প্রক্রীয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝