Dhaka, Monday | 11 August 2025
         
English Edition
   
Epaper | Monday | 11 August 2025 | English
পেকুয়ায় ছুরিকাঘাতে হত্যা, আটক ৩
কক্সবাজারে চাঁদাবাজদের কঠোর হুশিয়ারি জেলা প্রশাসকের
ঋতুপর্ণাদের পথ ধরে এশিয়ান কাপের মূল পর্বে সাগরিকা-তৃষ্ণারা
মিথ্যা তথ্যে ‘শূন্য’ রিটার্ন দিলে ৫ বছরের জেল
শিরোনাম:

রাঙ্গামাটিতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৮:৩৮ পিএম  (ভিজিটর : ২৭)

রাঙ্গামাটিতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। ‘আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ’ প্রতিপাদ্যে দিবসটি উদযাপন করা হয়।

শনিবার আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটির উদ্যোগে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আদিবাসী দিবস উদযাপন কমিটির আহবায়ক প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটির প্রাক্তন সংসদ সদস্য ঊষাতন তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান। আদিবাসী দিবসের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষক ও লেখক গবেষক শিশির চাকমা।

আলোচনা সভার পর রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি রাঙ্গামাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গামাটি শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদার বলেন, পার্বত্য অঞ্চলের মানুষ আজও নিপীড়িন নির্যাতনের মধ্যে আছে। তারুন্যের জয়গানের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ রচিত হলেও পাহাড়ের এখনো শোষণ বঞ্চনা ও লাঞ্ছনার শিকার হচ্ছে এখানকার জনগোষ্ঠী।

তিনি বলেন, তরুণ প্রজন্মের হাত ধরে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি তা কতটুকু রক্ষা করতে পারছি।

তিনি বলেন, আমেরিকা রাশিয়া এরা এখন পরাশক্তি। এদের এখন দৃষ্টি পড়েছে বাংলাদেশের বঙ্গোপসাগরে, মায়ানমারে দৃষ্টি পড়েছে। তাইতো আমাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে। প্রধান উপদেষ্টা সিইসিকে চিঠি লিখেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু মানুষের মনে প্রশ্ন রয়ে গেছে আদৈ নির্বাচন হবে কিনা। কেন না আমেরিকা কি চায় সেটার উপর নির্ভর করছে। তবে ভারতেরও তো খেয়াল ও ইচ্ছা রয়েছে। তারাও ভিতরে ভিতরে পরাশক্তি। তাদের উপর এখন আমাদের ভাগ্য নির্ভর করছে। পুরো বাংলাদেশ এখন খেলার পুতুল হিসেবে পরিণত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝