বাংলাদেশ পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতি (BWPEA), বিউবো শাখার উদ্যোগে “জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫” উপলক্ষে ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারীদের স্মরণে আজ ৬ আগস্ট রাজধানীর ১ নং আব্দুল গণি রোডস্থ বিদ্যুৎ ভবনের মসজিদে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)-এর চেয়ারম্যান (গ্রেড-১) প্রকৌশলী মোঃ রেজাউল করিম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিউবো-এর সদস্য (প্রশাসন) ও যুগ্মসচিব মোঃ আমিনুল হক, সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন) প্রকৌশলী মোঃ শামসুল আলম, সদস্য (উৎপাদন) প্রকৌশলী মোঃ জহুরুল ইসলাম এবং সদস্য (কোম্পানি অ্যাফেয়ার্স ও বিতরণ) প্রকৌশলী আ. ন. ম. ওবায়দুল্লাহ।
দোয়া মাহফিলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, পরিচালক, নির্বাহী প্রকৌশলী, উপ-বিভাগীয় প্রকৌশলী ও সহকারী প্রকৌশীগণ। সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি মর্যাদাপূর্ণ হয়ে ওঠে।
দোয়া মাহফিলের আয়োজক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতি (BWPEA), বিউবো শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ শাহেদুল আজিম (সজল)। সভাপতিত্ব করেন প্রকৌশলী মোঃ মাহবুবুর রহমান এবং অনুষ্ঠান বাস্তবায়নে সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ সক্রিয় ভূমিকা পালন করেন।
দোয়া মাহফিলে শহীদদের আত্মার মাগফিরাত, আহত ও পঙ্গুত্ব বরণকারীদের দ্রুত আরোগ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতির জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।
এফপি/এমআই