চট্টগ্রামের বাঁশখালীতে মাদকের টাকা না পেয়ে দুলাল রুদ্র (৫৮) নামে এক বৃদ্ধ বাবাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে।
মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধা সাড়ে ৭টার দিকে বাঁশখালীর চাম্বল ইউনিয়নের ৯নং ওয়ার্ড রুদ্রপাড়ায় এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনার পরপরই অভিযুক্ত মাদকাসক্ত ছেলে তপন রুদ্র (২০) কে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত দুলাল রুদ্র স্থানীয় মানুষের জমিতে কৃষি কাজ করে সংসার চালাতেন। বেকার ছেলের পকেট খরচ চালাতে পারতেন না তিনি। মাদকাসক্ত ছেলে আগে স্থানীয় সেলুনে কাজ করলেও কাজ হারিয়ে দীর্ঘদিন বেকার ছিলেন। ঘরে প্রায়শই বাবা-ছেলের মধ্যে টাকা নিয়ে তর্কবিতর্ক হত। এদিনই বাবা-ছেলের মধ্যে টাকা নিয়ে তর্কবিতর্ক শুরু হয়, একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ছেলে ধারালো দা দিয়ে বাবাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এমনভাবে কোপান যে বাবার শরীর থেকে প্রায় মাংস ঝুলে গেছে। পরে স্থানীয়রা দুলাল রুদ্রকে উদ্ধার করে প্রথমে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল নিলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
চাম্বল ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য সোহেল ইকবাল আদর বলেন, অভিযুক্ত ছেলে তপন রুদ্র দীর্ঘদিন বেকার ছিলেন। পরে বেকার অবস্থায় মাদকাসক্ত হয়ে পড়েন। ছেলে বেকার থাকায় প্রায়শই মাদকের টাকার জন্য কৃষক বাবার সাথে তর্কে জড়াতেন। এদিনই টাকার জন্য তর্ক শুরু হতেই এক পর্যায়ে বাবাকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন ছেলে। পরে স্থানীয়রা দুলাল রুদ্রকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। এ ঘটনার পরপরই ছেলেকে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, অভিযুক্ত ছেলে দীর্ঘদিন বেকার ছিলেন। টাকার জন্য বাবা-ছেলের মধ্যে তর্ক হত প্রায়ই। টাকা না পেয়ে এক পর্যায়ে বাবাকে কুপিয়ে জখম করে ছেলে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ছেলে তপন রুদ্রকে আটক করেছে। তবে মাদকের বিষয়টি পুলিশ নিশ্চিত হতে পারেনি। তাই সেটি তদন্তাধীন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এফপি/রাজ