কক্সবাজারের ৯ উপজেলা প্রতিনিধির মাঝে সাংবাদিকতা কার্ড ও নিয়োগপত্র প্রদান করেছে বহুল প্রচারিত জাতীয় পত্রিকা দ্য ফিন্যান্সিয়াল পোস্ট।
বুধবার (৬ আগস্ট) বেলা ১১টায় কক্সবাজার শহরের অভিজাত হোটেল অভিসার-এর কনফারেন্স রুমে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে কার্ড ও নিয়োগপত্র প্রদান হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দ্য ফিন্যান্সিয়াল পোস্টের স্টাফ রিপোর্টার মোঃ নেজাম উদ্দিন।
প্রধান অতিথি উপস্থিত ছিলেন দ্য ফিন্যান্সিয়াল পোস্ট পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোঃ রফিকুল ইসলাম। তিনি প্রতিনিধিদের হাতে পরিচয়পত্র ও নিয়োগপত্র তুলে দিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ ও দায়িত্বশীলভাবে কর্মযজ্ঞ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা থেকে আগত প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
৯ উপজেলা থেকে নিয়োগ পান কক্সবাজার জেলায় পেকুয়া উপজেলা রেজাউল করিম, চকরিয়া উপজেলা কামাল উদ্দিন, ঈদগা উপজেলা শেফাইল উদ্দিন, রামু উপজেলা মিথুন বড়ুয়া, উখিয়া উপজেলা ইমরান আল মাহমুদ, টেকনাফ উপজেলা সাইফুদ্দিন আল মোবারক, নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রতিনিধি আব্দুর রশিদ।
এ সময় বক্তারা সাংবাদিকদের পেশাদারিত্ব বজায় রেখে ন্যায়ভিত্তিক এবং তথ্যনির্ভর সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে মিলনমেলা ও প্রীতিভোজের আয়োজন করা হয়।
এফপি/রাজ