মেহেরপুরের গাংনী-ধানখোলা সড়কে ফের সংঘটিত হলো বোমা ফাটিয়ে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৫ আগস্ট) রাত ১০টার দিকে বিল্লাল নার্সারির মোড়ে একদল দুর্বৃত্তরা পথরোধ করে অন্তত ১০ জনের কাছ থেকে নগদ অর্থ ও মালামাল লুটে নেয়। এ সময় আতঙ্ক ছড়াতে ফাটানো হয় পরপর তিনটি বোমা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই রাতে সাপ্তাহিক হাট শেষে বাড়ি ফেরা মানুষদের লক্ষ্য করে ওৎ পেতে থাকা ডাকাতদল রাস্তায় গাছ ফেলে যান চলাচল বন্ধ করে দেয়। এরপর পথচারীদের সড়কের পাশে নিয়ে হাত-পা বেঁধে রাখে এবং একে একে সবাইকে লুট করে। ডাকাতির পর পরপর তিনটি বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত সেখান থেকে সরে যায় তারা।
স্থানীয় বাসিন্দারা জানান, ডাকাতির ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে রাস্তার আশপাশের গ্রামগুলোর মানুষ রাতভর চরম উৎকণ্ঠায় কাটায়।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাণী ইসরাইল বলেন, খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল রাতেই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ডাকাতদের শনাক্ত ও আটক করতে অভিযান চালানো হচ্ছে।
উল্লেখ্য, এর আগেও একই স্থানে ককটেল বিস্ফোরণের মাধ্যমে ডাকাতির ঘটনা ঘটেছিল। একের পর এক এমন ঘটনার পুনরাবৃত্তিতে সাধারণ মানুষের মধ্যে চরম নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। এলাকাবাসী এ ধরনের ঘটনার দ্রুত বিচার এবং টহল জোরদারের দাবি জানিয়েছেন।
এফপি/রাজ