টাঙ্গাইলের দেলদুয়ারে শহীদ আহনাফ আবির আশরাফুল্লাহ্’র সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলা প্রশাসন।
মঙ্গলবার সকাল ৯টায় বারপাখিয়া সামাজিক কবরস্থানে আশরাফুল্লাহ্’র সমাধীতে পুষ্পার্ঘ্য অর্পনের মাধ্যমে এ শ্রদ্ধা জানানো হয়। পরে শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদের নেতৃত্বে এ সময় শহীদ আশরাফুল্লাহ্’র মা আছিয়া খাতুন, বোন সাইয়েদা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মোস্তফা আব্দুল্লাহ্ আল নূর, দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ সোহেব খান, জামায়াতের উপজেলা আমির আল-মোমেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস.এম ফেরদৌস আহমেদ, এনসিপি উপজেলা প্রধান সমন্বয়ক উর্মি আক্তার, যুবদল আহবায়ক অপু তালুকদার শিপলু প্রমূখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ৩৬ জুলাই অর্থাৎ ৫ আগস্ট ২০২৪ ঢাকার আশুলিয়া এলাকায় আন্দোলনে সম্মুখ সারিতে অংশ নেয়া মানারাত আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উপজেলার সদর ইউনিয়নের বারপাখিয়া গ্রামের মৃত হারুন অর রশিদের ছেলে আহনাফ আবির আশরাফুল্লাহ্ পুলিশের গুলিতে শহীদ হন।
এফপি/রাজ