Dhaka, Thursday | 24 July 2025
         
English Edition
   
Epaper | Thursday | 24 July 2025 | English
গোয়ালন্দ ফায়ার সার্ভিস সদস্যদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
এইচএসসির স্থগিত পরীক্ষার পরিবর্তিত সূচি প্রকাশ
ক্রমান্বয়ে ছোট হয়ে যাচ্ছে যমুনেশ্বরী নদী চরের বেদে বহর
আদমদীঘিতে নারীসহ দুই জনের আত্মহত্যা
শিরোনাম:

ড. ইউনুসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা: হাসনাত

প্রকাশ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ১১:৪৭ পিএম  (ভিজিটর : ১৭)

ড. ইউনুসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ সাস্থ্য উপদেষ্টা, বেতন-ভাতা ফেরত দিয়ে স্বাস্থ্য উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

বুধবার (২৩ জুলাই) দুপুরে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড সড়কে মাসব্যাপী এনসিপির পদযাত্রার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এর আগে চাঁদপুর সার্কিট হাউসে শহীদ পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন কেন্দ্রীয় নেতারা। এরপর ঢাকায় মাইলস্টোনে যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক র‍্যালি করে এনসিপির নেতারা।

এ সময় হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, যে বাংলাদেশে আকাশ থেকে বিমান ভেঙে পড়ে, ভবন ভেঙে পড়ে আমরা সেই রকম বাংলাদেশ চাই না। হাসিনার আমলে প্রচুর দুর্নীতি হয়েছে, পূর্বে সেই দুর্নীতিগুলো তদন্ত করা উচিত। এই বিমানগুলো হাসিনার আমলে কেনা, সেই সময় হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। আমরা বিমান বাহিনী ভাইদের নিরাপত্তা চাই। আপনাদের নিরাপত্তা রয়েছে। যেসব সরঞ্জাম রয়েছে এসব সঠিক কিনা, ঝুঁকিমুক্ত কিনা আপনাদের বিবেচনা করতে হবে।

দল মত নির্বিশেষে আমাদেরকে ফ্যাসিবাদের বিপক্ষে অংশ নিতে হবে। আওয়ামী ফ্যাসিবাদ আবারও মাথা চারা দিয়ে উঠতে চেষ্টা করছে। আমরা শোকাহত কিন্তু আওয়ামী যদি এই লাশের উপর দিয়ে আবার ফেরার চেষ্টা করে আমরা শোককে শক্তিতে রূপান্তরিত করে প্রতিহত করবো।

এ সময় বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সমন্বয়ক সারজিস আলম, নাছির উদ্দিন পাটোয়ারী, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহবুব আলম সহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝