Dhaka, Thursday | 16 October 2025
         
English Edition
   
Epaper | Thursday | 16 October 2025 | English
পার্বত্য অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষায় আনসার-ভিডিপি অঙ্গীকারবদ্ধ: মহাপরিচালক
‘তিন গোয়েন্দা’র স্রষ্টা রকিব হাসান মারা গেছেন
ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৮
ফেব্রুয়ারিতে নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর: আইন উপদেষ্টা
শিরোনাম:

শ্রীমঙ্গলে গ্রীষ্মকালীন শিম চাষে বাজিমাত, ৫২ লাখ টাকা বিক্রির সম্ভাবনা

প্রকাশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৬:৫৪ পিএম  (ভিজিটর : ৬৫)

শ্রীমঙ্গলের কৃষিজমিতে গ্রীষ্মকালীন শিম চাষে এবার বাজিমাত করেছেন স্থানীয় কৃষকরা। চলতি মৌসুমে মাত্র ৫ হেক্টর জমিতে শিম চাষ করে তারা পেতে যাচ্ছেন উল্লেখযোগ্য সাফল্য।

গ্রীষ্মকালীন শিম চাষ করে শ্রীমঙ্গল উপজেলার শিমচাষীরা লাখ লাখ টাকা আয় করতে যাচ্ছেন। গ্রীষ্মকালীন শিম চাষ করে ভাল দাম পাওয়ায় বেজায় খুশি শিম চাষীরা। কৃষি বিভাগ বলছে, চলতি গ্রীষ্ম মৌসুমে শ্রীমঙ্গলের শিম চাষিরা শিম বিক্রি করে প্রায় ৫২ লাখ টাকা আয় করতে পারবেন।

স্থানীয় কৃষি অধিদপ্তর সূত্র জানায়, চৈত্র মাসের প্রথম সপ্তাহ থেকে উপজেলার আশীদ্রোন ইউনিয়নের ডেঙ্গারবন, সাইটোলা, খলিলপুরসহ উপজেলার শিমচাষিরা  প্রায় ৫ হেক্টর জমিতে শিমচাষ করেছেন। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় উদ্ভাবিত সিকৃবি-১ জাতের শিম চাষ করা হয়। পাওয়া যায় অভাবনীয় সাফল্য। হয়েছে ভাল ফলন। 

ডেঙ্গারবন গ্রামের শিমচাষী আহসান হাবিব জানান, তিনি তার ৬০ শতাংশ জমিতে সিকৃবি-১ জাতের শিম চাষ করেন। বাঁশ, সুতা, তার, মাচা, সার ও শ্রমিকসহ তার খরচ হয়েছে ২৮ হাজার টাকা। তিনি বলেন, এ পর্যন্ত তার শিম বিক্রি করে আয় হয়েছে ৮০ হাজার  টাকা। প্রতি কেজি শিম তিনি বিক্রি করেছেন ১৩০ টাকায়। তার জমিতে আরো শিম রয়েছে। তিনি শেষ পর্যন্ত ৪ লাখ টাকার শিম বিক্রি করতে পারবেন বলে জানান।

শ্রীমঙ্গল কৃষি অধিদপ্তরের উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. মাসুকুর রহমান জানান, সিকৃবি-১ জাতের গ্রীষ্মকালীন শিমের হেক্টর প্রতি গড় উৎপাদন হয়েছে ৮ টন। বাজারমূল্য পাওয়া যাচ্ছে  পাইকারি প্রতি কেজি  ১৩০  টাকা। ৫ হেক্টরে মোট উৎপাদন হবে ৪০ টন অর্থাৎ ৪০ হাজার কেজি। ফলে মোট আয় হবে ৫২ লাখ টাকা।

এই আয়ের পরিমাণ স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি করেছে। বিশেষ করে গ্রীষ্মকালে যখন অন্যান্য ফসলের উৎপাদন কম, তখন শিম একটি লাভজনক বিকল্প হিসেবে প্রমাণিত হয়েছে। 

মাসুকুর রহমান আরো বলেন, উৎপাদিত এসব শীম সম্পুর্ন বিষমুক্ত। এখানে কীটনাশক এর পরিবর্তে সেক্স ফেরোমন ও হলুদ ট্র্যাপ ব্যবহার করা হয়েছে।

শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলাউদ্দিন জানান, গ্রীষ্মকালীন শীম উচ্চমূল্যের ফসল। উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন গ্রীষ্মকালীন শিম শ্রীমঙ্গল উপজেলায় ৫ হেক্টর জমিতে  আবাদ হয়েছে। এর আবাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এই ফসল চাষ করে কৃষকরা আর্থিকভাবে লাভবান।  কৃষি অফিসের বিভিন্ন সহযোগিতা এবং উদ্ধুদ্বকরণের ফলে শ্রীমঙ্গল উপজেলাসহ অত্র অঞ্চলে লাভজনক এই ফসলটির আবাদ বৃদ্ধি পাচ্ছে।  সিকৃবি শিম-১ জাতের শিমটি গ্রীষ্মকালে চাষের উপযোগী জাত।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝