Dhaka, Saturday | 19 July 2025
         
English Edition
   
Epaper | Saturday | 19 July 2025 | English
গুরুতর আহত শাহরুখ, নেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রে
শ্রমিকদের অবদানেই দেশ এগিয়ে চলছে: ফরিদা আখতার
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে স্টারলিংকের যাত্রা শুরু
হারিয়ে যাচ্ছে সুন্দরবন উপকূলে তালগাছ, রোপণে নেই আগ্রহ
শিরোনাম:

মুজিবনগরের সঙ্গে শেখ মুজিবের কোনো সম্পর্ক নেই: মনির হায়দার

প্রকাশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৪:৪৬ পিএম  (ভিজিটর : ১৬)

মেহেরপুরের গাংনীতে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় মুজিবনগরের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনো সরাসরি সম্পর্ক নেই- এমন মন্তব্য করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার।

শনিবার বেলা সাড়ে ১১টায় গাংনী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয় উপজেলার সমস্যা ও সম্ভাবনা বিষয়ক এক মতবিনিময় সভা। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মনির হায়দার বলেন, মুজিবনগরের নাম শেখ মুজিবের নামে হলেও, বাস্তবতা হলো তিনি কখনো এখানে আসেননি। তাহলে জায়গাটির নাম ‘মুক্তিনগর’ হলেই কি আরও উপযুক্ত হতো না?

তিনি আরও বলেন, বৈদ্যনাথতলা বা ভাবেরপাড়ায় বাংলাদেশের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। মুক্তিযুদ্ধের তিনটি সংবিধানকে ঐক্যবদ্ধ করে নতুন জাতীয় বিধান রচনার উদ্যোগ নেওয়া হয়েছে।

এসময় তিনি ৫ আগস্টের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে দেশ নতুন করে মুক্ত হয়েছে। কিন্তু এখনো অর্থবলে সংগঠিত হয়ে একটি ফ্যাসিবাদী গোষ্ঠী দেশকে আবার অরাজকতার দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। আমাদের সজাগ থাকতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।

বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন, বিএনপি নেতা রেজাউল হক, বাজার কমিটির সভাপতি সালাউদ্দিন শাওনসহ স্থানীয় শিক্ষক, সাংবাদিক ও বিশিষ্টজনেরা।
এসময় বক্তারা চাষাবাদের পানির সংকট, রাস্তার বেহাল দশা, স্বাস্থ্য-শিক্ষার দুরবস্থা এবং কর্মসংস্থানের অভাবসহ নানা সমস্যা তুলে ধরেন।

সব শেষে মনির হায়দার আশ্বাস দেন- জনগণের স্বপ্ন পূরণে সরকার কাজ করছে। এসব সমস্যার সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে দ্রুত আলোচনা করা হবে। সভা শেষে তিনি সবার সঙ্গে কুশল বিনিময় করেন এবং উপজেলা প্রশাসনের সক্রিয়তার প্রশংসা করেন।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝