রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে হেরোইন ও ইয়াবাসহ ৫ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গত সোমবার (১৪ জুলাই) দিনব্যাপী পরিচালিত পৃথক অভিযানে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ রাকিবুল ইসলাম এর দিক নির্দেশনায় এসআই (নিঃ) মোঃ জুয়েল মিয়া ও এসআই (নিঃ) ফারুক হোসেন বিপিএম তাদের সহকারী ফোর্স নিয়ে এই অভিযান পরিচালনা করেন।
সোমবার (১৪ জুলাই) বিকেল ৫টার সময় রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া সোহরাব মন্ডল পাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০০ পুরিয়া হেরোইন সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ফরিদপুর জেলার সদর উপজেলার হাড়ুকান্দী এলাকার মোঃ আলী শেখ এর ছেলে মোঃ নবীন শেখ (২০), ফরিদপুর জেলার সদর উপজেলার পশ্চিম আলীপুর এলাকার মোঃ খোকন শেখের ছেলে মোঃ বিজয় শেখ (২৩)।
একই দিন অপর আর একটি অভিযানে রাত পৌনে ১০টার সময় চর দৌলতদিয়া এলাকার অভিযান চালিয়ে ৩৭ পুরিয়া হেরোইন সহ আরও দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
তারা হলেন, ফরিদপুর জেলার কমলাপুর এলাকার তরুণ ঘোষের ছেলে এবং একই এলাকার মোঃ মতিয়ার শেখের ছেলে আসিফ শেখ (২০)। এবং অপর আরেকটি অভিযানে একই দিনে সন্ধ্যা সাড়ে ৬টার সময় দৌলতদিয়া পূর্বপাড়া পল্লির সামনে থেকে ২০ পিস ইয়াবাসহ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দেওয়ান পাড়া এলাকার মোঃ ফজলে রাব্বি (২০) কে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় পৃথক পৃথক নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
রাজবাড়ী জেলা পুলিশ মাদক নির্মূলে সদা তৎপর এবং ভবিষ্যতেও এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা সূত্রে।
গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, “গোয়ালন্দঘাট থানাকে মাদক মুক্ত করতে আমরা নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করছি। মাদক একটি সামাজিক ব্যাধি, যা সমাজের যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। পুলিশ বাহিনী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। অভিযানে অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এফপি/রাজ