Dhaka, Tuesday | 29 July 2025
         
English Edition
   
Epaper | Tuesday | 29 July 2025 | English
মালয়েশিয়ায় ১৫ বাংলাদেশি আটক
লোহাগাড়ায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ ডাকাতদলের সদস্য আটক
কপোতাক্ষে ভাঙল বাঁশের সাঁকো, বিচ্ছিন্ন মধুসূদনের স্মৃতিবিজড়িত সাগরদাঁড়ি
ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াকআউট
শিরোনাম:

‘জাতির বিবেক সাংবাদিকরা, তাদের থাকতে হবে একতাবদ্ধ’

সুন্দরগঞ্জ সম্মিলিত প্রেসক্লাবের সাধারণ সভা

প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ১:৩৫ এএম  (ভিজিটর : ৩৭)

‘জাতির বিবেক হিসেবে সাংবাদিকদের পারস্পরিক শ্রদ্ধাবোধ, পেশাগত নৈতিকতা ও ঐক্য বজায় রেখে সম্মিলিতভাবে কাজ করতে হবে’— গাইবান্ধার সুন্দরগঞ্জে অনুষ্ঠিত সম্মিলিত প্রেসক্লাবের সাধারণ সভায় বক্তারা এ কথা বলেন।

শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় সুন্দরগঞ্জ পৌরশহরের আইডিয়াল লাইব্রেরির দ্বিতীয় তলায় অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। 

সম্মিলিত প্রেসক্লাবের আহ্বায়ক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্যে সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মো৷ শহিদুল ইসলাম সরকার মঞ্জু, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাবুল আহমেদ, পৌর বিএনপির আহ্বায়ক মো. ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া নিপন, প্রেসক্লাবের সদস্য সচিব ও সাবেক পৌর মেয়র মো. নুরুন্নবী প্রামাণিক সাজু।

বক্তারা বলেন, 'সাংবাদিকরা জাতির বিবেক। একটি দেশের উন্নয়ন, গণতন্ত্রের বিকাশ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা সর্বাধিক গুরুত্বপূর্ণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তাঁরা কেবল সমাজের প্রতিচ্ছবি তুলে ধরেন না, বরং অন্যায়ের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে মানুষের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন। সাংবাদিকতা পেশা নয়, এটি একটি দায়িত্ব ও দায়বদ্ধতার জায়গা।

তাঁরা আরও বলেন, সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পণ। মানুষের আশা-আকাঙ্ক্ষা, সমস্যা-সংকট ও বাস্তবতার প্রতিফলন ঘটে তাঁদের কলমে। তাই সাংবাদিকদের পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও নৈতিক অবস্থান গণতন্ত্রকে শক্তিশালী করে, রাষ্ট্র ও সমাজের প্রতি আস্থা সৃষ্টি করে। বিভক্তির রাজনীতি নয়, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও সহযোগিতার মাধ্যমে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ব্যক্তি-আগ্রহ বা দলীয় সম্পৃক্ততার ঊর্ধ্বে উঠে সংগঠনের বৃহত্তর স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তাঁরা বলেন, সম্মিলিত প্রেসক্লাব শুধু একটি সংগঠন নয়, এটি সাংবাদিকদের মর্যাদা, অধিকার ও পেশাগত উন্নয়নের একটি প্ল্যাটফর্ম। এর কার্যক্রমকে আরও গতিশীল করতে হলে সকল সদস্যকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে। মতভেদ নয়, মতবিনিময়ের মাধ্যমে গড়ে তুলতে হবে একটি শক্তিশালী ও কার্যকর সংগঠন, যেটি সাংবাদিকদের স্বার্থরক্ষা ও পেশাগত উৎকর্ষে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে।

সম্মিলিত প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর জামায়াতের আমীর একরামুল হকের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন গণমাধ্যমকর্মী শাহজাহান মিঞা, মোশাররফ হোসেন বুলু, খিজির উদ্দিন, রেজাউল ইসলাম, এ মান্নান আকন্দ, জাহিদুল ইসলাম জাহিদ, সুদীপ্ত শামীম, শাহ রেদওয়ানুর রহমান, একেএম শামসুল হক, মিজানুর রহমান, জাহাঙ্গীর আলম, মাহফুজুর রহমান লেলিন, ইমদাদুল হক, সাইফুল আকন্দ, হারুন অর রশিদ, নুরুন্নবী মিয়া প্রমুখ।

সভায় সুন্দরগঞ্জের সাংবাদিক সমাজের ঐক্য, পেশাগত উন্নয়ন এবং প্রেসক্লাবের ভবিষ্যৎ কর্মকৌশল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝