Dhaka, Monday | 4 August 2025
         
English Edition
   
Epaper | Monday | 4 August 2025 | English
জয়পুরহাটে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু, ভ্যাকসিন না পাওয়ার অভিযোগ
শেখ হাসিনা পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী স্বৈরাচার: অ্যাটর্নি জেনারেল
ছাত্রদল-এনসিপির সমাবেশ ঘিরে যান চলাচলে ডিএমপির নির্দেশনা
৫ আগস্টের আগেও জুলাই ঘোষণাপত্র হতে পারে: মাহফুজ আলম
শিরোনাম:

শ্রীমঙ্গলে ভ্রাম্যমাণ আদালতের জব্দ করা ১২৩ বস্তা চা পাতা ধ্বংস

প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ৩:৩৬ পিএম  (ভিজিটর : ৫৪)

শ্রীমঙ্গলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ করা ১২৩ বস্তা ভারতীয় চা গতকাল শুক্রবার শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ চা গবেষণা ইস্টিটিউট ক্যাম্পাসে ধ্বংস করা হয়েছে। এরমধ্যে ১১০ বস্তা ভারতীয় চা ও ১৩ বস্তা গ্রিন টি রয়েছে। 

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের উপ-সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবিনা ইয়াসমিন, চা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. ইসমাইল হোসেন, কীটতত্ব বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা শোভন কুমার পাল, চা বোর্ডের উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিমসহ অন্যান্য চা বিজ্ঞানী ও কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।

চা বোর্ড সূত্র জানায়, গত ৮ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত শ্রীমঙ্গলে চা বোর্ড ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। এতে বিভিন্ন অভিযোগের দায়ে বিভিন্ন চা বিক্রেতা প্রতিষ্ঠানকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা, একটি মিনি চা কারখানা সিলগালা ও একজনকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়। একই সময়ে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ভারতীয় ও নষ্ট ১২৩ বস্তা চা জব্দ করে নিয়ে আসা হয়। ওইসব চা গতকাল চা গবেষণা ইনস্টিটিউট ম্যাজিস্ট্রেট ও চা বোর্ডের অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে ধ্বংস করা হয়।

চা বোর্ডের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপ-সচিব সাবিনা ইয়াসমিন বলেন, সীমান্ত দিয়ে অবৈধ পথে আসা চোরাই চা বিক্রয়, দুর্গন্ধযুক্ত নিম্নমানের চা বিক্রয়, নিলাম বহির্ভূত অবৈধ চা মজুদ, চা বোর্ডের বিডার ও ব্লেন্ডার লাইসেন্স না নিয়ে অনুমোদনবিহীন ব্র্যান্ডে চা বিক্রয়ের অপরাধে চা বোর্ডের ভ্রাম্যমান আদালত নিয়মিত অভিযান চলমান থাকবে। কোনো ভেজাল চা দেশে বিক্রি করতে দেয়া হবে না।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝