Dhaka, Friday | 18 July 2025
         
English Edition
   
Epaper | Friday | 18 July 2025 | English
ইরাকের শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত অন্তত ৫০
আইনশৃঙ্খলার অবনতি, অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
সোনাতলার হরিখালী বাজার মোড় কাদা-পানিতে নিমজ্জিত, জনদুর্ভোগ চরমে
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২ যুবককে কুপিয়ে জখম
শিরোনাম:

জুলাই অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াই শরু হয়েছে: নাহিদ ইসলাম

প্রকাশ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ৭:২৬ পিএম  (ভিজিটর : ৭৫)
মাগুরা শহরের ভায়না মোড়ে আয়োজিত পথসভায় বক্তব্য দিচ্ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

মাগুরা শহরের ভায়না মোড়ে আয়োজিত পথসভায় বক্তব্য দিচ্ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই অভ্যুথানের পরে নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াই শুরু হয়েছে। একটি নতুন বাংলাদেশের জন্য, বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য, চাঁদাবাজ-দুর্নীতিমুক্ত ও গণতান্ত্রিক দেশ গড়ার জন্য আমাদের এই লাড়াই চলছে। নতুন বাংলাদেশ গড়তে হলে ফ্যাসিজমের সাথে যারা জড়িত ছিল তাদের বিচার, দেশের মৌলিক সংস্কার এবং নতুন সংবিধান প্রয়োজন।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে মাগুরায় পদযাত্রায় অংশ নিয়ে শহরের ভায়না মোড়ে আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি।

নাহিদ বলেন, যেকোনো দেশের অধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে। বাংলাদেশে গণঅভ্যুাথেনের পরেও সংকটগুলো চলমান আছে। দেশের মৌলিক সংস্কার ও জুলাই সনদ নিয়ে টালবাহানা চলছে। আমারা মাগুরাবাসিকে বলছি, আপনারা স্বোচ্চার হন। আপনার এলাকার উন্নয়ন, এলাকার চলমান চাঁদাবাজ, দখলদারিত্বের বিরুদ্ধে স্বোচ্চার হতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে মাগুরার ১০ জন শহীদ হয়েছে। আপনাদের সেইসব সন্তানদের রক্তের মর্যাদার সনদ আমাদের দিতে হবে। এ জন্য আমরা রাজপথে আছি।

নাহিদ ইসলাম বলেন, জাতীয় নাগরিক পার্টি মাগুরাতে অল্প সময়ের মধ্যেই তাদের সাংগঠনিক কার্যক্রম বিস্তার করবে এবং দুর্নীতি চাঁদাবাজিমুক্ত মাগুরা গড়ে তুলতে হবে। সে ক্ষেত্রে দলমত নির্বিশেষে যাদের বিরুদ্ধে এসব অভিযোগ আছে তাদের বিরুদ্ধে আমাদের সরব হতে হবে।

তিনি আরও বলেন, ৫ আগস্ট অভ্যুত্থানের এক বছর পূর্তি হবে। এই এক বছরের মধ্যেই আমারা জুলাই ঘোষনাপত্র এবং জুলাই সনদ কার্যকর দেখতে চায়। সরকার যদি এক বছরের মধ্যেও এটি দিতে ব্যার্থ হয়, তাহলে সরাদেশে ছাত্রদেরকে নিয়ে আমরা আবারও মাঠে নামবো। আগামী ৩ আগষ্ট আমরা শহীদ মিনারে ঢাকায় থাকবো, আপাদের শহীদ মিনারে আশার আহবান জানাচ্ছি। আমাদের পদযাত্রা চলমান আছে। বৈরি আবহওয়া ও বৃষ্টি উপেক্ষা করে যারা এই পদযাত্রায় অংশ নিয়েছেন, তাদের আন্তরিক ধন্যবাদ।

এসময় এনসিপির দক্ষিণ অঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ন-সদস্য সচিব তাসনিম জারাসহ এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বেলা ১ টায় ঝিনাইদহ থেকে মাগুরা শহরের ভায়না মোড়ে পৌঁছায়। এসময় শতশত ছাত্র জনতা উপস্থিত ছিলেন।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝