Dhaka, Sunday | 20 July 2025
         
English Edition
   
Epaper | Sunday | 20 July 2025 | English
পানির অভাবে পাট জাগ দিতে না পেরে বিপাকে কাহারোলের চাষীরা
যুক্তরাষ্ট্র থেকে বছরে ৭ লাখ টন গম কিনবে বাংলাদেশ
চীনের মেগা-ড্যামের কাজ শুরু, ভারতের চরম উদ্বেগ
মোরেলগঞ্জে ঝুপড়ি ঘরে মানবেতর জীবন প্রতিবন্ধী মা-মেয়ের
শিরোনাম:

চকরিয়ায় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আসামি কক্সবাজারে গ্রেপ্তার

প্রকাশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫, ৭:৫২ পিএম  (ভিজিটর : ৫৩)

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের ওপর হামলা করে ছিনিয়ে নেওয়া আসামি সাজ্জাদ হোসেন (২৫) কে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার ভোরে কক্সবাজারের কলাতলীর একটি আবাসিক হোটেল থেকে গোয়েন্দা পুলিশের একটি দল তাঁকে গ্রেপ্তার করে। সাজ্জাদ চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাহাড় এলাকার কামাল হোসেনের ছেলে।

চকরিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে আটটার দিকে উপজেলার মালুমঘাট বাজার এলাকা থেকে একটি মামলায় সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করেন উপপরিদর্শক (এসআই) সঞ্জীব পাল। গ্রেপ্তারের পর সাজ্জাদকে সিএনজিচালিত অটোরিকশায় তোলার সময় তাঁর স্বজনেরা অতর্কিতভাবে পুলিশের ওপর হামলা চালান। এ সময় তারা সাজ্জাদকে ছিনিয়ে নেন।

এ ঘটনায় এসআই সঞ্জীব পাল বাদী হয়ে সাজ্জাদসহ ছয়জনের নাম উল্লেখ ও আরও চার-পাঁচজনকে অজ্ঞাত আসামি দেখিয়ে একটি মামলা করেন। পরে সোমবার দুপুরে এসআই সঞ্জীব পালকে প্রত্যাহার করে কক্সবাজার পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম।

জানতে চাইলে তিনি বলেন, কক্সবাজার শহরের কলাতলীর একটি আবাসিক হোটেল থেকে সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। পরে তাঁকে কক্সবাজার সদর মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা তাঁকে গ্রহণ করতে চকরিয়া থানা থেকে কক্সবাজার গিয়েছেন। তাঁকে চকরিয়ায় আনার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। মামলার অন্য আসামিদের ধরতে অভিযান চালানো হচ্ছে বলে জানান ওসি।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝