Dhaka, Wednesday | 9 July 2025
         
English Edition
   
Epaper | Wednesday | 9 July 2025 | English
কপোতাক্ষ নদের পাড়ে কাঁকড়া চাষ, রপ্তানি হচ্ছে অস্ট্রেলিয়ায়
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তির বিধান বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনা থেকে ইতিবাচক ফলের আশা অর্থ উপদেষ্টার
কুষ্টিয়ায় সাংবাদিক হত্যার রহস্য উদঘাটন দাবিতে মানববন্ধন
শিরোনাম:

নির্বাচনের আগের রাতে ওসি-এসপিকে কেনা হয়, হাসনাত আব্দুল্লাহর অভিযোগ

প্রকাশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫, ২:০৬ এএম  (ভিজিটর : ৫)

নির্বাচনের আগের রাতে ওসি, এসপি আর পোলিং এজেন্টদের কিনে নেওয়া হয়- এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেন, এই দেশ থেকে হাইব্রিড নেতাদের বিতাড়িত করতে হবে, যারা নিজেদের সন্তানকে বিদেশে নিরাপদ রেখে আমাদের সন্তানদের হাতিয়ার বানায় রাজনীতির। এই বৈষম্যমূলক রাজনীতি আর চলবে না।

মঙ্গলবার (০৭ জুলাই) বিকেলে মেহেরপুরের গাংনীতে ঐতিহাসিক জুলাই পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, নির্বাচনের সময় ঢাকা থেকে বস্তায় বস্তায় টাকা এনে কিছু ব্যক্তি ভোট কেনে, তারা ভোটের আগের রাতে টাকার পাহাড় বানিয়ে ওসি-এসপি, এমনকি পোলিং এজেন্টদেরও কেনে। পরদিন তারা জনগণের দাসত্ব নিশ্চিত করে। এক রাতের টাকায় যারা ভোট কিনে, তারা পাঁচ বছরের গোলামী চায়।

তিনি আরও বলেন, আপনার বিবেক যেন কোনো মার্কা বা ব্যক্তির কাছে বন্ধক না থাকে। জনপ্রিয়তা আর জনসেবার ভিত্তিতে নেতা নির্বাচিত করুন। যারা গম চুরি করে, রাস্তার টাকা মেরে হজে যেতে চায়, তাদেরকে আর ক্ষমতায় তুলবেন না।

এ সময় তিনি দেশপ্রেমের প্রশ্নে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেয়ার আহ্বান জানিয়ে বলেন, যদি জনগণ পাশে থাকে, তবে কাউকে লন্ডন বা দিল্লি পালাতে হয় না। কোনো পিণ্ডি, দিল্লি কিংবা আমেরিকার উপরে নির্ভরশীল হতে চাই না। আমাদের রাজনীতি ব্যবসায়ীদের কাছে বর্গা দেওয়া হবে না।

রাজনীতিকে পবিত্র ও জনমুখী রাখার অঙ্গীকার জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করে জনগণের জন্য রাজনীতি করবো। নেতা হতে হলে ত্যাগ শিখতে হবে, চামচামি নয়।

জুলাই পদযাত্রার কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম মূখ্য সংগঠক অ্যাডভোকেট শাকিল আহমেদ, যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মুজাহিদুল ইসলামসহ দলের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝