Dhaka, Wednesday | 30 April 2025
         
English Edition
   
Epaper | Wednesday | 30 April 2025 | English
‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: শফিকুল আলম
নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা
রাজনৈতিক সমর্থন ছাড়া প্রবাসীদের ভোটাধিকার সম্ভব নয়: সিইসি
বনশ্রীর মেরাদিয়ায় কোরবানির পশুর হাট বসানো যাবে না: হাইকোর্ট
শিরোনাম:

চট্টগ্রামে প্রশাসনের নিরব ভূমিকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশ: মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫, ১:০৫ পিএম  (ভিজিটর : ৩৯)

চট্টগ্রামের চন্দনাইশে ভূমিদস্যু ও সন্ত্রাসী বাহিনী দ্বারা ঘরবাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনায় মামলা হওয়ার পরেও আসামীরা প্রকাশ্যে হুমকি ও জায়গা দখলে প্রশাসনের নিরব ভূমিকার প্রতিবাদে এবং আসামীদের গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।

সোমবার (২০জানুয়ারি) সকালে উপজেলার দোহাজারী পৌরসভার একটি রেস্টুরেন্টে ভুক্তভোগী  রাখাল দাসের ছেলে কাজল দাস এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে কাজল দাস লিখিত বক্তব্যে বলেন, দোহাজারী পৌরসভার ৯নং ওয়ার্ডের ভূমিদস্যু সঞ্জিত দাশ, ধন দাশ, তাপস  এবং সন্ত্রাসী ফেরদৌসের নেতৃত্বে গত ৫ জানুয়ারি তাদের ৪৫বছর পূর্বের বসতবাড়ি ভেঙে লুটপাট করে নিয়ে যায়। এ সময় তাদের মাটির গুদাম ঘর, টিনের রান্না ঘর, বাড়ির সকল আসবাবপত্র, বৈদ্যুতিক মিটার সম্পূর্ণভাবে ভাংচুর করে আনুমানিক ৩লক্ষ টাকার ক্ষতি সাধন করে।

এছাড়াও বসত ঘরের টিনের চাল, বাড়িতে থাকা ২টি অটোরিক্সা যার মূল্য ২লক্ষ টাকা, ২টি অটোরিকশার ট্যাংকার অনুমানিক মূল্য ৭হাজার টাকা, কৃষি কাজে ব্যবহৃত পাম মেশিন যার অনুমানিক মূল্য ৩০হাজার টাকা সর্বমোট ২লক্ষ ৩৭হাজার টাকার মালামাল জোরপূর্বক লুটপাট করে নিয়ে যায়। এ ঘটনায় চন্দনাইশ থানায় মামলা হওয়ার পরেও আসামীরা প্রকাশ্যে যায়গা দখলে নিতে সীমানা প্রাচীরের কাজসহ মিথ্যা মামলার হুমকি প্রদান করে যাচ্ছে।

ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে  প্রশাসনের কার্যকরী পদক্ষেপ কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, ভুক্তভোগী পরিবারের সদস্য রাখাল দাশ, মিনু দাশ, রুমা দাশ, বিপু দাশ, বাবু দাশসহ চন্দনাইশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এফপি/এমআই

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝