চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেল স্টেশনের কাছে লাইনচ্যুত মালবাহী ট্রেনের বগিটি পাঁচ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। ফলে পাঁচ ঘণ্টা পর খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ শুরু হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উথলী রেল স্টেশন থেকে ১০০ গজ দূরে, দর্শনার দিকের মেইন লাইনে এ দুর্ঘটনা ঘটে। পরে রিলিফ ট্রেন এসে রাত সাড়ে ১০ টার দিকে লাইনচ্যুত বগিটি উদ্ধার করে। এর পর পরই খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ শুরু হয়।
স্থানীয়রা জানান, খুলনা থেকে ছেড়ে আসা একটি ট্রেন চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল। ট্রেনটি জীবননগরের উথলী স্টেশনে ক্রসিং শেষ করে মেইন লাইনে উঠতে গেলে শেষের একটি বগি (বিশ্রামঘর) লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।
এরপর পাকশী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। রাত সাড়ে ১০টায় ক্ষতিগ্রস্ত বগিটি উদ্ধার সম্পন্ন হলে পুনরায় রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
উথলী রেলওয়ে স্টেশনের মাস্টার মিন্টু রায় জানান, পাকশী রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের খবর দেওয়া হলে তারা এসে উদ্ধার করেন। প্রায় সবকটি ট্রেনই সঠিক সময়ে চলাচল করছে।
এফপি/রাজ