Dhaka, Tuesday | 4 November 2025
         
English Edition
   
Epaper | Tuesday | 4 November 2025 | English
বেতন বাড়ল নারী ক্রিকেটারদের, কে কত পাচ্ছেন
আজকের স্বর্ণের দাম
সাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টির প্রবণতা
নভেম্বর মাস থেকে একাধিক শৈত্যপ্রবাহের আভাস
শিরোনাম:

নাইক্ষ্যংছড়িতে টাস্কফোর্স অভিযানে ৫ লাখ টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ

প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ৩:৪৯ পিএম  (ভিজিটর : ৮১)

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে যৌথ টাস্কফোর্স অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে।

বুধবার (২ জুলাই) দিনব্যাপী নাইক্ষ্যংছড়ি সদর এলাকার কেজি স্কুলসংলগ্ন এলাকায় চালানো অভিযানে ১৬৬ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৫ লাখ ৮১ হাজার টাকা।

অভিযানটি পরিচালনা করেন নাইক্ষ্যংছড়ির সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান ইতু এবং ১১ বিজিবির সহকারী পরিচালক মো. আল আমিন। এতে অংশ নেয় ১১ বিজিবি, নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ, বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা ও বনবিটের কর্মকর্তারা।

অভিযানে পাঁচটি স’মিলে লাইসেন্সবিহীন কাঠ মজুদের প্রমাণ পেয়ে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন, “বনসম্পদ রক্ষায় বিজিবি সবসময় তৎপর। গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। অবৈধ কাঠ পাচার ও মজুদকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।”

সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান ইতু বলেন, “বন আইন অনুযায়ী কাঠ সংরক্ষণের লাইসেন্স না থাকায় অভিযুক্তদের বিরুদ্ধে জরিমানা করা হয়েছে এবং জব্দকৃত কাঠ যথাযথ প্রক্রিয়ায় বনবিভাগে জমা দেওয়া হচ্ছে।”

নাইক্ষ্যংছড়ি রেঞ্জ কর্মকর্তা মোজাম্মেল হক সরকার জানান, ‘এই সেগুন কাঠগুলো দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিভিন্ন স’মিলে মজুদ করে রাখা হয়েছিল। তদন্ত সাপেক্ষে দায়িদের বিরুদ্ধে পরিবেশ ও বন আইনে মামলা দায়েরের বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে।’

উল্লেখ্য, বন বিভাগের অনুমোদন ছাড়া সেগুন কাঠ সংরক্ষণ ও পরিবহন আইনত দণ্ডনীয় অপরাধ। জব্দকৃত কাঠ বনবিভাগে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝