Dhaka, Sunday | 6 July 2025
         
English Edition
   
Epaper | Sunday | 6 July 2025 | English
দুধের ন্যায্য মূল্য নির্ধারণে জাতীয় নীতি প্রয়োজন: ফরিদা আখতার
২৪৮ রানে অলআউট বাংলাদেশ
ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্তরা নির্বাচনে অংশ নিতে পারবেন না: অ্যাটর্নি জেনারেল
সাবেক সিইসি শামসুল হুদা আর নেই
শিরোনাম:

চট্টগ্রাম বন্দরে পণ্য সরবরাহে অচলাবস্থা, শুল্ক কার্যক্রম বন্ধ

প্রকাশ: রবিবার, ২৯ জুন, ২০২৫, ১১:০০ পিএম  (ভিজিটর : ২৪)

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চলমান ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির ফলে চট্টগ্রাম কাস্টম হাউজে শুল্কায়ন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে দেশের প্রধান সমুদ্রবন্দরে আমদানি-রফতানি কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়েছে।

শনিবার সকাল থেকে শুরু হওয়া এই শাটডাউনের ফলে শুল্ক নথি ছাড় না হওয়ায় আমদানিকারকরা পণ্য নিতে পারছেন না, আর বেসরকারি ডিপো থেকেও রফতানির কনটেইনার বন্দরে ঢুকছে না। ফলে বন্দরের সচিব জানিয়েছেন, যেখানে প্রতিদিন গড়ে চার থেকে সাড়ে চার হাজার কনটেইনার ডেলিভারি হয়, সেখানে শাটডাউনের কারণে শনিবার একটি কনটেইনারও ছাড় হয়নি।

কর্মসূচি চলতে থাকলে চট্টগ্রাম বন্দরে দ্রুত কনটেইনার জট তৈরি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। জুনের শুরুতে ঈদের ছুটি আর পূর্বের আন্দোলনের কারণে বন্দরে আগেও এমন জট হয়েছিল, যা দ্রুত ডেলিভারির মাধ্যমে কিছুটা স্বাভাবিক হলেও আবারও একই পরিস্থিতি তৈরি হচ্ছে বলে জানাচ্ছেন বন্দর সংশ্লিষ্টরা।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে এই শাটডাউন টানা চলবে বলে জানা গেছে। তবে আন্তর্জাতিক যাত্রীসেবা এর আওতার বাইরে থাকবে। এ অবস্থায় বন্দর ব্যবহারকারীরা আশঙ্কা করছেন, শুল্ক কার্যক্রম বন্ধ থাকলে আমদানি-রফতানি খাতে বড় ধরনের ক্ষতি হবে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝