Dhaka, Monday | 1 September 2025
         
English Edition
   
Epaper | Monday | 1 September 2025 | English
ডিএফপির গবেষণাপত্রের মোড়ক উন্মোচন করলেন তথ্য উপদেষ্টা
কৃষিতে অতিরিক্ত বালাইনাশক ব্যবহারের ফলে হাওরের মৎস্য সম্পদ ক্ষতির সম্মুখীন: ফরিদা আখতার
ইসরায়েলি বিমান হামলায় ইয়েমেনের হুথি সরকারের প্রধানমন্ত্রী নিহত
লিটন-সাইফে হেসেখেলে জয় বাংলাদেশের
শিরোনাম:

ঝিনাইদহে সাংবাদিকদের কর্মশালায় প্রেস কাউন্সিলের চেয়ারম্যান

প্রকাশ: রবিবার, ২২ জুন, ২০২৫, ২:১২ এএম  (ভিজিটর : ৪৪)

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন, মুক্তিযুদ্ধ সবার উপরে। মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করে একটি স্বাধীন ভূখণ্ড দিয়েছিলেন জাতিকে। কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার নামে দেশকে বিভাজনে ফেলা হয়েছিল।

তিনি বলেন, দেশ থাকলে তো চেতনা। আর দেশ না থাকলে আমি আপনি চেতনা দিয়ে কি করব?

তিনি বলেন, সাংবাদিকদের অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন হতে হবে। আইন ওইসব ব্যক্তিকে সহায়তা করে না, যারা অধিকার সম্পর্কে অসচেতন। প্রেস কাউন্সিল মর্যাদাশীল ব্যক্তিকে বিচার করে বলে তারা শাস্তি দিতে পারে না, কেবল ভৎসনা করে।

বিচারপতি কে কে এম আব্দুল হাকিম শনিবার সকালে ঝিনাইদহ সার্কিট হাউজে “গণমাধ্যমের অপসাংবাদিকতা ও ইহার প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

 
ঝিনাইদহ জেলা প্রশাসক মোঃ আব্দুল আউয়াল এর সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মোঃ আব্দুস সবুর, ঝিনাইদহ পুলিশ সুপার মনজুর মোরশেদ, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, জেলা তথ্য অফিসার আব্দুর রউফ, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাব পত্রিকার জেলা প্রতিনিধি আসিফ কাজল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম লিটন, দৈনিক ইত্তেফাকের বিমল কূমার সাহা, এটিএন বাংলার নিজাম জোয়ারদার বাবলু, দৈনিক যুগান্তরের মিজানুর রহমান ও রিপোর্টার ইউনিটের সভাপতি এম এ কবির।

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, পেশাদারদের কোন দল বা বিভেদ থাকতে পারে না। সাংবাদিকদের এই বিভাজন জাতিকে বিভ্রান্তের মধ্যে ফেলে দিচ্ছে। তাই তাদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। রাজনীতি অনেক ভালো জিনিস। তার উপর আর কিছুই হয় না। কিন্তু রাজনীতি ও পেশাজীবী আমরা একত্রিত করে ফেলেছি। আজ সারা বাংলাদেশে একাধিক প্রেসক্লাব কিন্তু এই একাধিক প্রেসক্লাব হওয়ার তো কোন কারণ দেখি না।

তিনি বলেন, বাংলাদেশের ১৬০০ আইন আছে। তারপরও আমরা নতুন নতুন আইন তৈরি করছি। কিন্তু আমরা আইন মানি না বা আইন পালন করছি না। এক্ষেত্রে আইনের কোন দোষ নেই।

কর্মশালায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব আব্দুস সবুর বলেন, দেশের সাংবাদিকরা একতাবদ্ধ নয়। দলাদলি বা রাজনৈতিক দর্শনের কারণে সাংবাদিকরা বিভক্ত কিন্তু রাজনীতি করা ভালো। বিশ্বকে এগিয়ে নিয়ে গেছেন রাজনীতিবিদরা। ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দেওয়ার কারণে সাংবাদিকরা এক ছাতার নিচে আসতে পারে না।

কর্মশালা শেষে অংশগ্রহণকারী ৪০ জন সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝