কাহারোলে মাচায় চিচিঙ্গা চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। উপজেলার তাড়গাঁ ইউনিয়নের পাহাড়পুর গ্রামে ইছাইল ব্লকের ছাতইল জিএপি পাটনার ফিল্ড স্কুল প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্স ফর সোস্যাল ফর নিউট্রিসন, এন্টার প্রেরন শিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পাটর্নার) কাহারোল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় চিচিঙ্গা চাষ বেড়েছে।
বঙ্গরেখা জাতের খরিপ-১ গত অর্থ বছরে উত্তম কৃষি চর্চার মাধ্যমে জিএপি সবজি উৎপাদন জৈব বালাইনাশক ব্যবহার করে পোকামাকর দমন ব্যবস্থা গ্রহণ করে কৃষক মোঃ বাবুল ইসলাম ১ একর জমিতে মাচায় চিচিংঙ্গা আবাদ করে এই প্রথম কাহারোল উপজেলা নিরাপদ সবজি উৎপাদনে আলোড়ন সৃষ্টি করেছে।
তার সবজি ক্ষেত দেখার জন্য জেলা সহ পাশ্ববর্তী জেলার বিভিন্ন উপজেলা থেকে চাষীগণ তার এই সবজি বাগান দেখতে আসছেন প্রতিদিন।
শুক্রবার সকাল ১১টায় তার নিরাপদ সবজি বাগানে গিয়ে দেখা যায় চিচিঙ্গা ক্ষেতে শ্রমিকেরা ক্ষেত্রে কাজ করছেন। কৃষক বাবুল জানান, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর সার্বিক সহযোগিতায় আমি ১ একর জমিতে চিচিঙ্গা নিরাপদ সবজি উৎপাদন করছি। এখন পর্যন্ত আমার খরচ হয়েছে প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা। দুই দিন পর পর আমি ৮ থেকে ১০ হাজার টাকা এই চিচিঙ্গা বিক্রি করছি। আমি আশা করছি আমার এই ১ একর জমি থেকে সাড়ে ৩ লক্ষ থেকে ৪ লক্ষ টাকার নিরাপদ এই সবজি বিক্রি হবে।
তিনি আরও বলেন, বাজারে অন্য চিচিঙ্গার তুলনায় আমার চিচিঙ্গার চাহিদা বেশী। যদি নিরাপদ সবজি বিদেশে রপ্তানি হলে আমার ১ একর জমি থেকে ৭ থেকে ৮ লক্ষ টাকা আয় আসা সম্ভব।
এদিকে বিরল উপজেলার ভেড়াপুর গ্রামের কৃষক হান্নান এই চিচিঙ্গা ক্ষেত দেখতে এসে বলেন, এই ক্ষেত দেখে খুবই ভাল লাগছে আমি এই কৃষকের সঙ্গে কথা বলেছি এবং পরামর্শ চেয়েছি চিচিঙ্গা আবাদের জন্য।
একই এলাকার কৃষক বসির উদ্দীন বলেন, উপজেলায় এটাই প্রথম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নিরাপদ সবজি চিচিঙ্গা চাষ।
তারগাঁ ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ জাকির হোসেন জানান, এই চিচিঙ্গা নিবিড় পর্যবেক্ষণ করা হয়েছে, রোগ বালাই দমনের জন্য।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মল্লিকা রানী সেহানবীশ জানান, উত্তম কৃষি চর্চার মাধ্যমে নিরাপদ সবজি উৎপাদনের জন্য কৃষককে সার্বিক সহযোগিতা করা হয়েছে এবং সঠিক পরামর্শ দেওয়া হয়েছে প্রতিদিন সবজি ক্ষেত মনিটরিং করা হচ্ছে।
কৃষি কর্মকর্তা বলেন, যে পরিমান চিচিঙ্গা ধরেছে তাতে করে কৃষকের লাভ হবে। এটি হচ্ছে অত্র উপজেলায় প্রথম উত্তম কৃষি চর্চার মাধ্যমে (জিএপি) সবজি উৎপাদনের জন্য কৃষি বিভাগ কৃষকদের উৎসাহিত করা হচ্ছে যাতে করে এই চিচিঙ্গা বিদেশে রপ্তানি করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করছে কৃষি বিভাগ।
এফপি/রাজ