Dhaka, Tuesday | 24 June 2025
         
English Edition
   
Epaper | Tuesday | 24 June 2025 | English
কেশবপুরে ভুয়া বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করায় জরিমানা
করোনা আরও ৩ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, আক্রান্ত ৩৯২
সে যেই হোক, ইরানে আক্রমণ সহ্য করব না: এরদোয়ান
শিরোনাম:

প্রীতি ফুটবল ম্যাচে ২-০ গোলে বিবাহিত দল বিজয়ী

প্রকাশ: রবিবার, ৮ জুন, ২০২৫, ১০:৫৫ পিএম  (ভিজিটর : ২৯৩)

ঈদের আনন্দকে ভাগাভাগি করতে মুন্সীগঞ্জের গজারিয়ায় বিবাহিত ও অবিবাহিতদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছ। টানটান উত্তেজনায় ২-০ গোলের ব্যবধানে বিজয়ী হয়েছে বিবাহিত দল। 

ঈদুল আজহার দ্বিতীয় দিন রবিবার (৮ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামের তরুণদের উদ্যোগে ভিটিকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ খেলা আয়োজন করা হয়। খেলায় নয়াকান্দি গ্রামের অবিবাহিতরা লড়েছেন বিবাহিতদের সঙ্গে। 

বিবাহিত দলের নেতৃত্ব দেন কিরন ভুঁইয়া। তার সাথে ছিলেন রাজিব  হোসেন, সাত্তার দেওয়ান, কবির হোসেনসহ ১১ জন।

অন্যদিকে অবিবাহিত দলে নেতৃত্বে ছিলেন আশ্রাফুল ইসলাম। তার সাথে ছিলেন আলমগীর হোসেন, নাসির দেওয়ান, লিমন দেওয়ানসহ ১১ জন। এই খেলায় রেফারি ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজের প্রভাষক নাসির উদ্দীন শিকদার।

খেলার শুরুতেই মাঠে জড়ো হতে থাকে নয়াকান্দি, ভিটিকান্দি ও আশপাশের গ্রামের দর্শনার্থীরা। সব মিলিয়ে গ্রামের খেলার মাঠে তৈরি হয় উৎসব মূখর পরিবেশ।

খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভবেরচর ইউনিয়নের ২নং ওয়ার্ড ইউপি সদস্য ইলিয়াস প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান শফিক।

ডায়মন্ড স্পোর্টিং ক্লাবের সাবেক সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক আতাউর রহমান খোকন শিকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিটিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রশিদ দেওয়ান, সমাজ সেবক সেলিম দেওয়ান, বালুয়াকান্দি ডা. আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের সিনিয়র সহকারী শিক্ষক মোস্তফা কামাল শিকদার প্রমুখ।

এ সময়ে আরো উপস্থিত ছিলেন ভিটিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহসিন সিকদার, নয়াকান্দি গ্রামের সমাজ সেবক হুমায়ুন কবিরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

বিবাহিত খেলোয়াড় কিরন ভুঁইয়া বলেন,ঈদের আনন্দকে ভাগাভাগি করতেই আমাদের এই খেলার আয়োজন করা হয়। তিনি বলেন, আমাদের মধ্যে কেউই পেশাদার খেলোয়াড় নই, নিজেদের মধ্যে আনন্দ উপভোগ করতে এই খেলা অনুষ্ঠিত হয়।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝