Dhaka, Wednesday | 14 May 2025
         
English Edition
   
Epaper | Wednesday | 14 May 2025 | English
চবির সমাবর্তনে ড. ইউনূসকে ডি.লিট ডিগ্রি প্রদান
৬ কোটিতে আইপিএলে দল পেলেন মুস্তাফিজ
কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধান উপদেষ্টা
দুদকের মামলায় জামিন পেলেন জোবাইদা রহমান
শিরোনাম:

সিলেট থেকে ৪০৮ হজযাত্রী নিয়ে উড়াল দিলো বিমানের প্রথম হজ ফ্লাইট

প্রকাশ: বুধবার, ১৪ মে, ২০২৫, ৭:৫৫ পিএম  (ভিজিটর : ৩১)
ছবি: ফিন্যান্সিয়াল পোস্ট

ছবি: ফিন্যান্সিয়াল পোস্ট

৪০৮ জন হজযাত্রী নিয়ে মদিনার উদ্দেশ্যে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করল বিমান বাংলাদেশের প্রথম (বিজি-২৩৭) ফ্লাইট। এরমধ্যে ৩৫০ জন হজযাত্রী সিলেটের আর ৫৮ জন ঢাকার। হজযাত্রী ছাড়া ফ্লাইটটিতে আরো ৯ জন সাধারণ যাত্রীও রয়েছেন। মোট ৪১৯ জন নিয়ে যাওয়ার কথা থাকলেও ৪১৭ জনকে নিয়ে ছেড়ে গেছে ফ্লাইটটি।

বুধবার (১৪ মে) বিকেল সাড়ে ৫টা ৫২ মিনিটে সিলেটের প্রথম হজ ফ্লাইটটি মদিনার উদ্দেশ্যে বিমানবন্দর ত্যাগ করে।

এবার সিলেট থেকে মোট ৫টি সরাসরি ফ্লাইট পরিচালিত হবে, প্রথম ফ্লাইট ছাড়া বাকি চারটি ফ্লাইট সরাসরি জেদ্দায় যাবে। এসব ফ্লাইটে মোট ২ হাজার ৯০ হজযাত্রী সৌদি আরবে যাবেন। দ্য ফিন্যান্সিয়াল পোস্ট’কে এসব তথ্য নিশ্চিত করেছেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ।

আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট জেলা ব্যবস্থাপক মো. শাহনেওয়াজ মজুমদার দ্য ফিন্যান্সিয়াল পোস্ট’কে জানান, বুধবারের (১৪ মে) সিলেট টু মদীনার উদ্বোধনী ফ্লাইটের পর বাকী চারটি হজ ফ্লাইটের শিডিউল হচ্ছে- ২৩ মে বিকেল ৫টা ২৫ মিনিটে, ২৫ মে বেলা ১টা ১৫ মিনিটে, ২৬ মে বিকেল ৪টা ৪৫ মিনিটে ও ২৯ মে বিকেল ৪টা ৪৫ মিনিটে। এসব ফ্লাইট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করবে।

এদিকে, সিলেট থেকে প্রথম হজ ফ্লাইট উপলক্ষে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দোয়া মাহফিলের আয়োজন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমানের সিলেট জেলা ব্যবস্থাপক মো. শাহনেওয়াজ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শফিউল আলম। বিশেষ অতিথি ছিলেন- ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার উজ জামান, আটাব সিলেট জোনের সভাপতি জিয়াউর রহমান খান রেজওয়ান ও হাব সিলেট অঞ্চলের চেয়ারম্যান মো. আব্দুল হক।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন ফারহান আহমেদ। হজ যাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন- ইলিয়াস বক্ত চৌধুরী। মোনাজাত পরিচালনা করেন- হযরত শাহজালাল (র.) এর দরগাহ জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আসজাদ আহমেদ। এছাড়া এই অনুষ্ঠানে সিলেটের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সুধীজন, বাংলাদেশ বিমান এয়ারলাইন্স ও বিমাবন্দরের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

হজ এজেন্সির মালিকরা জানিয়েছেন, আগামী ২৩, ২৫, ২৬ ও ২৯শে মে সিলেট থেকে আরও চারটি ফ্লাইট ছাড়বে। ওই ফ্লাইটগুলো সিলেট-জেদ্দা রুটে চলবে। প্রতি বছরের ন্যায় এবারো ঢাকাতেই যাত্রীদের ইমিগ্রেশন সম্পন্ন হবে। তবে যারা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবদর থেকে সরাসরি হজে যাবেন তদের আগমন ইমিগ্রেশন হবে সৌদি আরবে।

এফপি/এমআই
বিষয়:  হজ   হজযাত্রী   সিলেট  
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝