Dhaka, Wednesday | 14 May 2025
         
English Edition
   
Epaper | Wednesday | 14 May 2025 | English
চবির সমাবর্তনে ড. ইউনূসকে ডি.লিট ডিগ্রি প্রদান
৬ কোটিতে আইপিএলে দল পেলেন মুস্তাফিজ
কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধান উপদেষ্টা
দুদকের মামলায় জামিন পেলেন জোবাইদা রহমান
শিরোনাম:

নালিতাবাড়ীতে ভারতীয় জিরা ও ইয়াবাসহ গ্রেফতার ৩

প্রকাশ: বুধবার, ১৪ মে, ২০২৫, ৩:৩৮ পিএম  (ভিজিটর : ৫)

শেরপুরের নালিতাবাড়ীতে ৮ বস্তায় ২৪০ কেজি ভারতীয় জিরাসহ ১ জন ও ২৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বুধবার (১৪ মে ) দুপুরে গ্রেফতারকৃতদের শেরপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে পৃথক অভিযানে উপজেলার বরুয়াজানী শফি মন্ডলের ইটভাটা ও পৌরশহরের উত্তর বাজারস্থ ভোগাই নদীরপাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

ভারতীয় জিরাসহ গ্রেফতারকৃত হলো- হালুয়াঘাট উপজেলার গিলাবই এলাকার দেলোয়ার হোসেনের পুত্র সোহেল রানা (২২) ও ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতারকৃরা হলো- পৌরশহরের তারাগঞ্জ উত্তর বাজার শহীদ মিনার এলাকার শাহাদাত হোসেনের পুত্র আল মুক্তাদির মুবিন (২৪) ও রানীগাঁও এলাকার আনোয়ারুল মঞ্জিলের পুত্র আল রিসান (২৩)।

থানা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাকরকান্দি ইউনিয়নের বরুয়াজানী শফি উদ্দিনের ইটভাটার পূর্ব পার্শ্বে অভিযান চালিয়ে রাস্তার পাশে থাকা ৮ বস্তা ভারতীয় জিরাসহ সোহেল রানাকে গ্রেফতার করা হয় ও একই রাতে পৌরশহরের উত্তর বাজারস্থ ভোগাই নদীরপাড় এলাকায় অভিযান চালিয়ে ২৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ আল মুক্তাদির মুবিন ও আল রিসানকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, গ্রেফতারকৃত চোরাকারবারি ও মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা দায়ের করে বুধবার শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। একই সাথে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝