অবশেষে নিজস্ব স্থায়ী ঠিকানায় ভবন পেলেন বাঞ্ছারামপুর উপজেলার সাংবাদিকরা। আজ বুধবার বিকাল ৫টায় বাঞ্ছারামপুর প্রেসক্লাবের ভবন নির্মানের ফলক উম্মোচন করেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা।
এ সময় উপস্থিত ছিলেন মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোরশেদুল আলম চৌধুরী, মৎস্য কর্মকর্তা সাইদা ইসলাম প্রমূখ।
প্রায় ৩৭ বছর আগে বসুন্ধরা গ্রুপ বাঞ্ছারামপুর প্রেসক্লাবের জন্য উপজেলা পরিষদ সংলগ্ন ৬ শতক জায়গা কিনে দিলেও কোনো নির্বাচিত কমিটি না থাকা ও বাধা-বিপত্তির কারণে এতোবছর জায়গাটি পরিত্যক্ত অবস্থায় ছিলো। প্রেসক্লাব গঠনের ৩৬ বছর পর নির্বাচনের মাধ্যমে বর্তমান কমিটি গঠিত হলে এই কমিটি ভবন তৈরীর উদ্যোগ নেয়।
ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোহাম্মদ নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক শামীম শিবলী, সহ-সভাপতি ফয়সল আহমেদ খান, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি রিফাত, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সোহেইল আহমেদ, শাহিন আহমেদ সাজু, আলাউদ্দিন সাদি, দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেনসহ কমিটির সদস্যরা।
এফপি/এমআই