Dhaka, Tuesday | 13 May 2025
         
English Edition
   
Epaper | Tuesday | 13 May 2025 | English
নেপাল, ভুটান ও সেভেন সিস্টার্সের মধ্যে সমন্বিত কৌশল গ্রহণের আহ্বান
সুন্দরবনের ১০ কিমির মধ্যে শিল্পপ্রতিষ্ঠান নির্মাণে নিষেধাজ্ঞা
৩ মিনিটের মাথায় উধাও পোস্ট, কী লিখেছিলেন উপদেষ্টা মাহফুজ?
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল
শিরোনাম:

কাহারোলে সড়ক দুর্ঘটনায় আপন ২ খালাতো ভাই নিহত, আহত ১

প্রকাশ: সোমবার, ১২ মে, ২০২৫, ৮:৩১ পিএম  (ভিজিটর : ১)

কাহারোলে সড়ক দুর্ঘটনায় আপন ২ খালাতো ভাই নিহত ও ১ জন আহত হয়েছে।

দিনাজপুরের কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমিন জানান, রোববার (১১ মে) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার ডাবোর ইউনিয়নের টংক বাবুর হাট ওরফে বুড়ির হাট (বীরগঞ্জ-পীরগঞ্জ) যাওয়ার সড়কের কাশিপুর হাওয়া ইট ভাটা নামক এলাকায় ৩ চাকার মালবাহী ডিবিসিয়াল এর সাথে মটরসাইকেল আরোহী বীরগঞ্জ এলাকা থেকে নিজ বাড়ী পীরগঞ্জ যাওয়ার পথে ৩ জনের মধ্যে ২ জন ঘটনাস্থলেই মারা যায়। তারা আপন খালাতো ভাই। অন্য জন গুরুতর আহত হলে স্থানীয়রা চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন।

সড়ক দুর্ঘটনায় নিহতরা সড়কে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার কিসমত সৈয়দপুর গ্রামের মোঃ এনতাজ আলীর ছেলে আরিফুল ইসলাম (২৮) একই জেলা ও উপজেলার হরিটা গ্রামের মোঃ মকবুল হোসেনের ছেলে ২ সন্তানের জনক সাইদুর রহমান (৩৬) ঘটনাস্থলেই মারা যায়।

সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বৈরতপুর গ্রামে বাকোর আলীর ছেলে মোঃ ফিরোজুল ইসলাম (৪৫)। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে কাহারোল থানার ওসি মোঃ রুহুল আমিন জানান।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝